সুনামগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সুনামগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জেলার প্রায় ১২ উপজেলার অধিকাংশ এলাকায় দিন-রাত বিদ্যুতের আসা-যাওয়ার খেলা চলছে।


প্রতিদিন গড়ে ১৮ ঘন্টা লোডশেডিং এর কবলে পড়ছেন সমিতির গ্রাহকরা। আসন্ন প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা সামনে রেখে বিপাকে পড়েছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
 

রাতের প্রথম ভাগের বেশির সময় লোডশেডিংয়ের কবলে থাকার কারনে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দিনের বেলায় প্রচন্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় কষ্ট করছেন পরিবারের বয়স্ক ও নারী সদস্যরা। আর্থিক ক্ষতির মূখে রয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িরা।
 

লোডশেডিংয়ে কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায় গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠান, খামারি, স্টুডিও স্টেশনারি, রেস্টুরেন্ট, লাইব্রেরিসহ চালেরকলের ব্যবসায়িরা।

শাল্লা উপজেলার আটগাঁওয়ের সুজন মাহমুদ বলেন, আমাদের এখানে বিদ্যুৎ গেলে আর আসেনা। রাতে কয়েক দুয়েক ঘন্টা বিদ্যুৎ পাই। দিনের বেলাও একই অবস্থা।
 

দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফিরোজ মিয়া বলেন, কারেন্ট আয় না যাই ইতা বুঝা যায় না। কতটা দিন ধরে কারেন্টে খুব সমস্যা করের।

শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের মোফাসেল আহমদ বলেন, সামনে বার্ষিক পরীক্ষা। রাতের বেলা ছেলেমেয়েরা পড়াশুনা করতে পারে না। সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যায়। দিনের অবস্থা একই। গরমে কষ্ট করতে হয় আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়াকে দায়ি করেছেন পুল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, জেলায় সমিতির আওতায় ১২ উপজেলায় ৩ লাখ ৭৫ হাজার গ্রাহক রয়েছে। বৃহৎ সংখ্যক গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা ৭০-৭৫ মেগাওয়াট। কিন্তু জাতীয়ভাবে বিদ্যুৎতের উৎপাদন কম থাকায় প্রতিদিন গড়ে ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ সুরবরাহ করা হচ্ছে সুনামগঞ্জের জন্য। ফলে ৫০-৬০% লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. জাকির হোসেন বলেন, বিদ্যুৎ সমস্যা এটি জাতীয় ব্যাপার। জাতীয়ভাবে উৎপাদন কম হওয়ায় আমরা সরবরাহ কম পাচ্ছি। তাই বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তবে রাতের বেলায় বেশি চাহিদা থাকায় বিপাকে পড়তে হয় আমাদের। আমরা চেষ্টা করছি ঘাতটির মধ্যেও সেবা দেয়ার।

জাতীয়ভাবে উৎপাদন বাড়লে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন