কে এম আবু তাহের চৌধুরী ||
২৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় শায়খুল হাদিস আল্লামা হাফেজ আব্দুল জলীল রচিত ‘ হায়াতুন নবী ‘ গ্রন্থের প্রকাশনা উৎসব পূর্ব লণ্ডনের বেথনাল গ্রীন লাইব্রেরীর একটি হলে অনুষ্ঠিত হয় ।অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ও মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন -টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার ,টাওয়ার হ্যামলেটস এপায়ার পার্টির চেয়ারম্যান সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ,আন্জুমানে আল ইসলাহের সভাপতি ইমাম মাওলানা নজরুল ইসলাম ,মাওলানা হাবিবুর রহমান রাখালগন্জী,শায়েখ অধ্যাপক আব্দুল কাদের সালেহ ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা সৈয়দ তমিম আহমদ ,মাওলানা জিল্লুর রহমান চৌধুরী ,কবি আব্দুল মুকিত মোখতার ,মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী ,মাওলানা ইকবাল হোসেন ,মাওলানা শিহাব উদ্দিন ,মাওলানা নুরুল ইসলাম ,মাওলানা কয়েছুজ্জামান প্রমুখ । সভায় বক্তারা বলেন - শায়খুল হাদিস আল্লামা আব্দুল জলিল একজন বিশিষ্ট লেখক ও গবেষক ।তিনি অতীতে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আরো ২০টি কিতাব রচনা করে উম্মাহর বিরাট খেদমত করেছেন।তিনি শুধু হাফিজে কুরআন নয় ,একজন হাদিসে হাফিজও বটে ।তিনি একজন সফল ইমাম ও খতিব ,সফল ওয়ায়েজ ,সফল সংগঠক ,সফল শিক্ষক ও সফল লেখক ।তাঁর অপ্রকাশিত অনেক পাণ্ডুলিপি রয়েছে ।আগামীতে লেখক ইসলামের বিভিন্ন দিক নিয়ে আরো লিখবেন বলে আশা প্রকাশ করেন । বক্তারা বলেন -আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকিদা হল ,রাসুলে পাক ( সা:) ও সকল আম্বিয়ায়ে কেরাম কবরে স্বশরীরে জীবিত ।তাদের দেহ পঁচে যায়নি বা কোন মাটি স্পর্শ করেনি ।কেউ নবিজীর রওজায় গিয়ে সালাম দিলে তিনি নিজের কানে শুনেন ও সালামের জবাব দেন । আহলে সুন্নত জামায়াতের এই আক্বিদাকে লেখক কুরআন ,হাদিস ,তাফসির ও ফেক্বাহের কিতাবের হাওলা দিয়ে অকাট্যভাবে তুলে ধরেছেন ।যারা হযরত মুহাম্মদ ( সা:) কে হায়াতুন নবী মানে না তাদের ঈমান নেই । লেখক মাওলানা আব্দুল জলিল তাঁর বক্তব্যে -বই প্রকাশনার ও অনুষ্ঠান আয়োজনের কাজে সহযোগিতা করায় মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ,মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও সকলের দোয়া কামনা করেন । সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট ও বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক ,মুফতি সৈয়দ মাহমুদ আলী ,মাওলানা আবু তাহিদ সিরাজী ,মাওলানা আব্দুল কুদ্দুছ ,মুফতি আশরাফুর রহমান ,কাউন্সিলার সাঈদ আহমদ ,মাওলানা ওলিউর রহমান চৌধুরী ,মাওলানা ইলিয়াছ হোসেন ,হাফেজ আব্দুস শহীদ ,কমিউনিটি নেতা এম এ রব ,বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান হাজী শামসুল হক ,বদরুল ইসলাম এবং বিভিন্ন পর্যায়ের আলেম ,মাশায়েখ ,কমিউনিটি নেতা ও হাফেজ সাহেবগণ । সভায় দোয়া পরিচালনা করেন লেখক মাওলানা আব্দুল জলিল ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন