অনলাইন লেখক সম্মেলন”সম্পন্ন

GBnews24.com ||
আজ ১৮/১১/২০১৭ রোজ শনিবার সকাল ১১. ৩০ মিনিটে জলপাই পার্টি সেন্টারে (মগবাজার মোড়) অনলাইন ভিত্তিক লেখক পোর্টাল “অনলাইন লেখক ডটকম”-এর উদ্যোগে দুই বাংলার লেখক,কবি,সাহিত্যিক, সাংবাদিক দের নিয়ে ৩য় বারের মত অনুষ্ঠিত হয়েছে “অনলাইন লেখক সম্মেলন”। উক্ত সম্মেলনে প্রধান অথিতি হিসাবে উপস্তিত ছিলেন জাতিসত্ত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা। বক্তব্য রাখেন কবি রেজা উদ্দিন স্টালিন, সৈয়দ সোহেল রশীদ, নিউজ অর্গান টুয়েন্টি ফোর এর সহযোগী সম্পাদক শাহ মাছুম ফারুকী সহ আরো দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখকবৃন্দ ছিলেন । সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক আফরোজা অদিতি এবং অনলাইন লেখক সম্মেলনটি সঞ্চালনা করেন অনলাইন লেখক ডটকম এর একজন উদ্যোক্তা শরীফ মোহাম্মদ মাসুম।