রানের পাহাড় টপকে ফাইনালে ভারত

gbn

অস্ট্রেলিয়ার নারীরা আর কী-ই বা করতে পারত! গড়েছিল ৩৩৮ রানের পাহাড়। কিন্তু সবকিছু ধূলিসাৎ হয়ে গেল ভারতীয় নারীদের ব্যাটিং তাণ্ডবে। ঘরের মাঠের বিশ্বকাপে ৯ বল থাকতে এ বিশাল রান তাড়া করে জিতল ৫ উইকেটে। তৃতীয়বারের মতো পা রাখল ফাইনালে।

 

ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে ওমন পাহাড় জয়ের কীর্তি নেই কারো। এমনকি ভারতও কখনো বিশ্বমঞ্চে ২০০-এর বেশি রান তাড়া করেনি।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওই ধাক্কা লিচফিল্ড ও পেরি দলের স্কোরবোর্ডে লাগতে দেননি।

নির্ভার ব্যাটিংয়ে দু’জন ১৫৫ রান যোগ করেন। ২৮তম ওভারে লিচফিল্ড ফিরে যাওয়ার আগে ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও তিন ছক্কা আসে।

 

বেথ মোনি (২৪) উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি।

পরেই ফিরে যান আন্নাবেল সাদারল্যান্ড (৩)। তবে তিনে নামা পেরির ৮৮ বলে ৭৭ রানে ভর করে বড় রানের পথে উঠে যায় অস্ট্রেলিয়া নারী দল। তিনি ছয়টি চার ও দুটি ছক্কা মারেন। দলের রান বড় করে নেন গার্ডনার। তিনি ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

চারটি করে চার ও ছক্কা তোলেন। রান আউটে সাজঘরে ফেরেন তিনি। তিন রান আউটে এক বল থাকতে অলআউট হয় অজি নারীরা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন