বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কম্পানি হলো এনভিডিয়া

gbn

এআই চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া বুধবার বিশ্বের প্রথম পাঁচ ট্রিলিয়ন ডলারের কম্পানি হিসেবে নাম লিখিয়েছে। বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন এবং বৃদ্ধির নতুন ঢেউ আনবে বলে আত্মবিশ্বাসী থাকায় এটি সম্ভব হয়েছে।

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এই প্রযুক্তি জায়ান্টটির শেয়ারের মূল্য ওয়াল স্ট্রিটে লেনদেন শুরু হওয়ার সময় ৪.৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১০.৯০ ডলারে পৌঁছয়, যা এনভিডিয়ার বাজার মূলধনকে আগে কখনো না দেখা এই সীমারেখা পার করে দেয়।

তুলনার জন্য বলা যায়, এই মাত্রাটি ফ্রান্স বা জার্মানির জিডিপির চেয়ে বেশি অথবা টেসলা, মেটা (ফেসবুক), এবং নেটফ্লিক্সের মিলিত মূলধনের চেয়েও বেশি।

মাইক্রোসফট এবং অ্যাপল, অন্য দুটি বৃহত্তম বৈশ্বিক বাজার মূলধনের কম্পানি, প্রতিটি সবেমাত্র ৪ ট্রিলিয়ন ডলারের মূল্যায়নের চেয়ে সামান্য বেশি।

 

এনভিডিয়ার শেয়ারের এই উল্লম্ফন ক্রমাগত শক্তিশালী বিক্রি, নতুন চুক্তির পাশাপাশি কম্পানিটি শিগগিরই চীনে আবার প্রবেশাধিকার পেতে পারে এমন প্রত্যাশার কারণে ঘটেছে।

বি. রাইলি ওয়েলথ ম্যানেজমেন্টের আর্ট হোগান এএফপিকে বলেন, ‘এনভিডিয়া যে জগতে আছে, সেখানে যেকোনো প্রতিযোগীর জন্য তার সঙ্গে তাল মেলানো কঠিন। এই কম্পানিটি অন্য যেকোনো প্রতিযোগীর চেয়ে অনেক এগিয়ে।

 

তিনি আরো বলেন, ‘একটি কম্পানি এই মাইলফলক স্পর্শ করবে, তা প্রায় অবিশ্বাস্য মনে হলেও, এটি এমন একটি কম্পানির কাছ থেকে এসেছে যার এত বেশি অপারেশনাল দক্ষতা রয়েছে যে মনে হয় তারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে বড় চুক্তির ঘোষণা দেয়।’

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের এই সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় থাকার কথা রয়েছে, যেখানে তিনি অ্যাপেক শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। 

এনভিডিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক অংশীদারির ঘোষণা দিয়েছে, যার মধ্যে আগামী বছরগুলোতে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার অভিপ্রায় রয়েছে। এ ছাড়া ট্রাম্প প্রশাসনের যুক্তরাষ্ট্রে আরো সেমিকন্ডাক্টর উৎপাদন ফিরিয়ে আনার ইচ্ছার প্রতিক্রিয়ায়, তারা সমস্যায় থাকা চিপ প্রতিদ্বন্দ্বী ইন্টেলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানিয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন