ম্যারাডোনার জন্মদিনে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

gbn

বেঁচে থাকলে আজ ৬৫তম জন্মদিন পালন করতেন ডিয়েগো ম্যারাডোনা। ২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করায় সেই সুযোগ আর কোনো দিনও তিনি পাবেন না। তবে কর্মে অমর হয়ে আছেন আর্জেন্টিনা কিংবদন্তি।

তাই বছরের এই বিশেষ দিনটিতে লাখো ভক্ত-সমর্থক ম্যারাডোনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে।

বিভিন্ন উপায়ে ফুটবল জাদুকরকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তেমনি তার ৬৫তম জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখল আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। তাকে শ্রদ্ধা জানিয়ে স্মারক মুদ্রা প্রকাশ করেছে। রৌপ্য মুদ্রাটিতে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যর সঙ্গে ফুটে উঠেছে ম্যারাডোনার জাদুকরী মুহূর্ত।

 

 

বিশেষভাবে তৈরি এই মুদ্রায় ফুটবল ইতিহাসের স্মরণীয় মুহূর্তর একটি ফুটে উঠেছে। মুদ্রার এক পৃষ্ঠে বিংশ শতকের সেরা গোল স্থান পেয়েছে। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ‘গোল অব দ্য সেঞ্চুরির’ মুহূর্ত। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এক এক করে পাঁচ ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে গোলটি করেন সেই বিশ্বকাপে আলবিসেলেস্তাদের অধিনায়ক।

আগামী বছর গোলটির ৪০ বছর পূর্ণ হবে।

 

মুদ্রার অন্য পৃষ্ঠে ফুটবলের ছবি আঁকা হয়েছে। ফুটবলের প্রতি আর্জেন্টাইনদের অসীম ভালোবাসা ও আবেগ হিসেবে বোঝানো হয়েছে। এ জন্যই আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই মুদ্রা ফুটবলে আর্জেন্টিনার প্রতিভা, গর্ব ও আত্মার প্রতীক। মোট ২ হাজার ৫০০টি মুদ্রা তৈরি করা হয়েছে।

৯২৫ খাঁটি রৌপ্য দিয়ে তৈরি মুদ্রার ওজন ২৭ গ্রাম। ব্যস ৪০ মিলিমিটার। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন