সিলেটে আনসারদের সাহসিকতায় রক্ষা পেলেন এক তরুণ। তাকে অপরহণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে আনসাররা তাকে উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনা রবিবার (২৬ অক্টোবর) রাতের। দেশীয় অস্ত্রে সুসজ্জিত একদল ছিনতাইকারী রবিবার রাত ১১টার দিকে রাজন নামের এক তরুণকে অপহরণ করে সিলেট নার্সিং কলেজ মাঠে নিয়ে যায়। সেখানে তারা রাজনের নিকট মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
বিষয়টি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আনসার গার্ডের অঙ্গীভূত আনসার সদস্যদের একটি টহল টিমের নজরে আসলে তারা ছিনতাইকারীরাদের চ্যালেঞ্জ করে। টহল টিমের তৎপতপরতা ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে অঙ্গীভূত আনসার সদস্যরা অপহরণকৃত রাজনকে নিরাপদে উদ্ধার করে এবং ঘটনাস্থল তল্লাশি করে তার মোবাইল ফোন উদ্ধার করে।
এসময়ে রাজন অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করে বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। পরবর্তীতে আনসার সদস্যরা উদ্ধারকৃত মোবাইল তার নিকট হস্তান্তর করে, বাড়ি পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার।
তিনি জানান, দেশ এবং মানুষের সেবায় আনসার ভিডিপি সবসময় সক্রিয়।
জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন