লন্ডনে বিএ এক্সচেঞ্জ ইউকের এজেন্ট রিক্রুটমেন্ট উদ্বোধন ও গ্রাহক সমাবেশ

gbn

জিবি নিউজ ||লন্ডন, ২৯ অক্টোবর ২০২৫ ||

 বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকে উদ্ধুদ্ধ করতে বাংলাদেশের ব্যাংক এশিয়া'র সহযোগী প্রতিষ্ঠান বিএ এক্সচেঞ্জ ইউকের উদ্যোগে এজেন্ট রিক্রুটমেন্ট উদ্বোধন ও  গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে ব্যাংকের উর্ধতন কর্মকর্তাসহ কমিউনিটির বিশিষ্ট বক্তিবর্গ উপস্থিত ছিলেন । ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বিএ এক্সচেঞ্জ বোর্ডের ডিরেক্টর ও চেয়ারম্যান মোঃ আবুল কাশেম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কমার্শিয়াল  কাউন্সিলর তানভির মোহাম্মদ আজিম । গ্রাহকদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএ এক্সচেঞ্জ ইউকের সিইও শের মাহমুদ এবং হেড অব অপারেশনন্স এন্ড মানি লন্ডারিং রিপোর্টিং অফিসার মোহাম্মদ রাহিম । সাংবাদিক ও টিভি প্রেজেন্টার তাইসির  মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএ এক্সচেঞ্জ ইউকের নতুন উদ্যাগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট  রফিক হায়দার, সাংবাদিক ও কমিউনিটি নেতা কে.এম. আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, কমিউনিটি নেতা আবদুল মতিন চৌধুরী, প্রফেসর  মুমিতুর রেজা চৌধুরী, প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান খান, শাহজালাল হাউজিং এস্টেট প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, জকিগঞ্জ এসোসিয়েশনের সেক্রেটারি আবুল হোসেন প্রমুখ। প্রধান অতিথির  বক্তব্যে বিএ এক্সচেঞ্জ বোর্ডের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমতি দিয়েছে । আমরা এতদিন শুধু লন্ডন ব্রাঞ্চের মাধ্যমে গ্রাহক সেবা দিতে পেরেছি, এখন এই সেবার পরিধি যুক্তরাজ্যের প্রতিটি শহরে বিস্তৃত হবে । ফলে সহজেই প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে পারবেন । ব্যাংক এশিয়া আধুনিক ব্যাংকিংয়ের জন্য অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কমার্শিয়াল  কাউন্সিলর তানভির মোহাম্মদ আজিম বিএ এক্সচেঞ্জের গ্রাহকসেবার ভুয়শী প্রশংসা করে বলেন, গ্রাহকের কমিটমেন্ট রক্ষার মাধ্যমে বিএ এক্সচেঞ্জ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে । সার্ভিসকে আরো সহজ করার মাধমে বৈধ পথে আরো বেশি রেমিটেন্স পাঠানো সম্ভব।

বিএ এক্সচেঞ্জ ইউকের সিইও শের মাহমুদ বলেন, যুক্তরাজ্যের প্রতিটি শহরে আমরা এজেন্ট নিয়োগ করবো। গ্রাহকরা ইন্সটেন্ট ক্রেডিট সুবিধা পাবেন । অর্থাৎ, ব্যাংক এশিয়ার মাধ্যমে লন্ডন থেকে রেমিটেন্স প্রেরণের ৫ মিনিটের মধ্যে বাংলাদেশে বেনিফিশিয়ারির একাউন্টে টাকা জমা হয়ে যাবে । আগামী বছর থেকে যারা মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করবেন তাদের কোনো ফি পরিশোধ করতে হবে না। তাছাড়া গ্রাহকের সুবিধার্থে সপ্তাহের সাতদিনই আমাদের অফিস খোলা রাখার পরিকল্পনা রয়েছে । তবে আমাদের অ্যাপ সার্ভিস ২৪ ঘণ্টাই চালু রয়েছে । ভবিষ্যতে বিকাশ ও নগদ মাধ্যমে দেশে অর্থ প্রেরণ করা যাবে।

বিএ এক্সচেঞ্জ ইউকের হেড অব অপারেশন্স ও মানি লন্ডারিং রিপোর্টিং অফিসার মোহাম্মদ রাহিম বলেন, আমরা প্রিপেইড ট্রাভেল কার্ড চালু করেছি । বাংলাদেশে যাওয়ার সময় যেকেউ এই কার্ড রিচার্জ করে নিয়ে গেলে, দেশের যেকোনো এটিএম বুথ থেকে ক্যাশ টাকা তুলতে এবং কেনাকাটা করতে পারবেন। তাছাড়া, যারা বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠান তাদের জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে ফ্রি মিট এন্ড গ্রীট ব্যবস্থা ।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন বলেন, এজেন্ট ব্যাংকিং চালু করার পর কমিউনিটির মানুষ যাতে প্রতারণার শিকার না হোন, সে বিষয় নজর রাখতে হবে । তিনি বিএ এক্সচেঞ্জের কাস্টমার সার্ভিসের ভুয়শী প্রশংসা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কাস্টমার সার্ভিস অফিসার সৈয়দ ইসলাম ও কাস্টমার সার্ভিস অফিসার সুমাইয়া আক্তার ঝুমুর । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক  মোঃ আব্দুল মুনিম জাহেদি ক্যারল, বাবলুল হক ও মি. মার্টিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন