মৌলভীবাজার-২ আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ করোনায় আক্রান্ত

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি রাজধানী ঢাকাস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সাংসদ সুলতান মনসুরের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। তাঁর নির্বাচনী এলাকায় সাংসদের বিভিন্ন উন্নয়নকাজ দেখাশোনার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হোসেন মনসুর উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাংসদ সুলতান মনসুরের কয়েক দিন ধরে ভীষণ মাথাব্যথা ছিল। আজ সকালে ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল ‘পজিটিভ’ আসে। এরপর থেকে তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া-আশীর্বাদ চেয়েছেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সহসভাপতি ছিলেন। এক-এগারোর পর থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন