পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীরা সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। ১ নভেম্বর শনিবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে " সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় " প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী সমবায় পরিদর্শক আমির হোসেন, দীপন জোয়ার্দার, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আসাদুল ইসলাম, সমবায়ী দিলীপ কুমার বিশ্বাস, চিত্তরঞ্জন রায়, বিদ্যুৎ কুমার বিশ্বাস ও আসাদুজ্জামান।
উল্লেখ্য অত্র উপজেলা সমবায়ের তীর্থ স্থান হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায় এ অঞ্চল থেকে উপমহাদেশে প্রথম সমবায় আন্দোলনের সূচনা করেছিলেন। বিগত টানা ৩ বছর ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমবায় কর্মকর্তা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমবায়ীরা। একই সাথে সমবায় নীতিমালা বহির্ভূত ঋন কার্যক্রম বন্ধ এবং জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও মিতালী বহুমুখী সমবায় সমিতির আত্মাসাৎকৃত কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফেরত দেয়ার দাবি জানান সাধারণ গ্রাহকরা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন