বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার

gbn

পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার হেলপারের নাম নিজামুদ্দিন (৪৫)। রমজান পরিবহণের বাসের হেলপার তিনি।

 

শুক্রবার (৩১ অক্টোবর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান, গতকাল (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজামুদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি র‌্যাবের নজরে আসে। ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে। 

 

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 

ধারণা করা হচ্ছে ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সে সময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

 

হেনস্তার শিকার হওয়া ওই নারীর নাম সিদরাতুল মুনতাহা রহমান তীব্র। তিনি আজ (৩১ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তা দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন। সিদরাতুল মুনতাহা এও জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন