জিবি নিউজ || শাহবন্দর ||
শাহবন্দর যুব সংস্থা কর্তৃক শাহবন্দর এলাকার কৃতি ডাক্তারদের সংবর্ধনা ও “শাহবন্দর এলাকার শিক্ষা উন্নয়ন সংক্রান্ত ভাবনা” শীর্ষক সেমিনার ১ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ১১ ঘটিকার সময় শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মুক্তাদির ইসলাম সুমেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মবশ্বির আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ছাদিক আহমদ, সাধারণ সম্পাদক বি এন এস বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ইয়াহইয়া অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মৌলভীবাজার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম এ আহাদ,আজীবন সদস্য শাযুস।সংবর্ধিত অতিথিবৃন্দ ছিলেন ডাঃ অধ্যাপক শামীমা আক্তার শিপা, ডাঃ এম এ আহাদ, ডাঃ পার্থ সারতী দাস, ডাঃ মোঃ রিয়াদ মাছনুন, ডাঃ মো তাহমিদুল হক চৌধুরী, ডাঃ লাবণ্য আক্তার বর্ষা,ডাঃ নাদীরা আনজুম ইতু, ডাঃ তাসনিম হক চৌধুরী। বক্তব্য রাখেন শাযুস প্রধান পৃষ্টপোষক খালেদ চৌধুরী, উপ প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, পৃষ্টপোষক সদস্য ইমদাদুল হক চৌধুরী,রুহেল আহমেদ, এস আর মসুদ, সাইদুজ্জামান জয়নাল, শাযুসের সাবেক সভাপতি হাফেজ আহমদ মাহফুজ,শাযুস সি সহ সভাপতি আব্দুল কাইয়ুম, আবদুল গাফফার জনি, সভাপতি সানলাইট ক্লাব।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন