বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেটের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর স্বনামধন্য চিকিৎসক ডা:এ কে এম হাফিজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি কীডনী রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বৎসর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
গ্রেটার সিলেট এর প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হোসেন এমবিই উনার ছোট ভাই ডা. এ কে এম হাফিজকে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে বসবাসকারী সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
এদিকে গ্রেটার সিলেট এর প্রেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, গ্রেটার সিলেট ইউকের প্রাক্তন সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান ট্র্বেজারার এম আসরাফ মিয়া, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর, জামাল হোসেন, সদস্য সচিব, তাজুল ইসলাম,ও ট্রেজারার হেলেন ইসলাম,সহ কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত শোকবার্তায় সিলেটের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা:এ কে এম হাফিজ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
প্রফেসর ডাঃ একেএম হাফিজ সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এবং তাঁর স্থায়ী নিবাস সুনামগঞ্জ জেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজের এমবিবিএস ৭ম ব্যাচের ছাত্র। কর্মজীবনে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান এবং সিলেট ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে সুখ্যাতি রয়েছে।
তিনি দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার ১৯৯৭-৯৯ ও ১৯৯৯- ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে সভাপতির দায়িত্বপালন করেন। এরআগে ১৯৭৭-৭৮ সালে বিএমএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশের ডাক্তারদের অপর সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের উপদেষ্টা ছিলেন। সিলকো ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান, নর্থ ইস্ট মেডিকেলের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট সিটি ক্লিনিকের চেয়ারম্যান ছাড়াও ডা. এ কে এম হাফিজ সিলেট তথা দেশের বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও সমাজহিতৈশী বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) কর্তৃক সিলেট মহানগরীতে দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সুনামগঞ্জের আলোকিত মানুষ ডা. এ কে এম হাফিজ ছিলেন একজন ভরসা করার মতো চিকিৎসক।তিনি কর্মকে সেবা হিসেবে আজীবন লালন করে গেছেন। তিনি কর্মজীবনে দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে একজন সৎ, সদালাপী এবং মানবতার কল্যাণে ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অগ্রগামী মানুষ ছিলেন। প্রার্থনা করছি মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেনো মরহুমের দুনিয়াবী সকল ভুল-ত্রুটি ক্ষমা করে উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। এছাড়াও মরহুম এর মৃত্যুর সংবাদ শুনার পর বৃটেনের কার্ডিফ শাহজালাল মসজিদে জুম্মার নামজের পর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানে তাঁর প্রথম জানাযা সম্পন্ন হয়। মরহুমের ২য় জানাযা আজ শনিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল মাজার মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন