হবিগঞ্জে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ সম্পন্ন

gbn

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ //

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’। এবারের পরীক্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শুক্রবার (৩১ অক্টোবর) জেলার নয়টি উপজেলায় মোট ১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাস কেন্দ্রেই অংশগ্রহণ করে প্রায় সাড়ে বারোশ শিক্ষার্থী।
 

সকালের শুরু থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশু-কিশোরদের এমন উৎসাহে অভিভাবক, শিক্ষক ও আয়োজকরা গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
 

পরীক্ষা শুরুর পরপরই হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাস কেন্দ্রটি পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মহসিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের হবিগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মোঃ হোসাইন আহমেদ, ভাইস চেয়ারম্যান লায়েক আহমেদ, পরীক্ষা কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম সুজন, আদ-দ্বীন মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তারেকুল ইসলাম, সিপাহসালাহ নাসির উদ্দিন একাডেমীর প্রিন্সিপাল এস.এম. নাদির শাহ, এবং এডভোকেট হুসনুল আহমেদ প্রমুখ।
 

শিক্ষা অনুরাগী ও স্থানীয় অভিভাবকরা আশা প্রকাশ করেন এই ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকলে জেলার শিক্ষার মান আরও উন্নত হবে এবং মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন