যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোয় দুইজন আটক

gbn

ইয়ানূর রহমান : যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোয় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু মল্লিক ও প্রতিষ্ঠান মালিক নাহিদ ইসলাম।তাদেরকে আটক করে বুধবার রাত ১১টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে। যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের পক্ষ থেকে এসব ব্যানার বানানো হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

পুলিশের দাবি, ব্যানার তৈরি করে বিক্ষোভের নামে নাশকতার সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, হঠা কোতোয়ালি থানার ইনচার্জ কাজী বাবুলের নেতৃত্বে ডিবি সাইবার ক্রাইম ইউনিটের একাধিক টিম ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় দেখা যায়, কয়েকটি ব্যানার তৈরি করা হয়েছে। সেখানে লেখা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর, ‘অবৈধ আইসিটি আইন বন্ধ কর।বিক্ষোভ মিছিলের সার্বিক সহযোগিতার ঘরে লেখা ছিল আনোয়ার হোসেন বিপুলের নাম।

স্থানীয়রা আরও জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে দেবু মল্লিক ব্যানার করতে এসেছেন বলে স্বীকার করেন। নাহিদও ব্যানার তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ব্যানার জব্দ করে ব্যবহৃত কম্পিউটারের হার্ডডিস্ক বিশ্লেষণ করে। উঠে আসে, এর আগেও একাধিক প্রোগ্রামের ব্যানার সেখানে তৈরির প্রমাণ। প্রায় এক ঘণ্টা অভিযান শেষে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে অভিযানে থাকা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনুসারীরা ব্যানার তৈরি করে নাশকতার পরিকল্পনা করছে। তাক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি। #

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন