অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জ্যামাইকা ও হাইতির সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১০/১

২৯ অক্টোবর, ২০২৫ জামাইকার সেন্ট এলিজাবেথের ব্ল্যাক রিভারে হ্যারিকেন মেলিসার তাণ্ডবের পর রাস্তার মাঝে ক্ষতিগ্রস্ত গাড়ি। (ছবি: রিকার্ডো মাকিন / এএফপি)
১০/২

২৯ অক্টোবর, ২০২৫ তারিখে আকাশ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, জামাইকার সেন্ট এলিজাবেথের ব্ল্যাক রিভারে হারিকেন মেলিসার আগের দিন ভেঙে পরা মার্কেট এবং আশেপাশের বাড়ি। (ছবি: রিকার্ডো মাকিন / এএফপি)
১০/৩

২৯ অক্টোবর জামাইকার সেন্ট এলিজাবেথের ফুলার্সউড কমিউনিটিতে হারিকেন মেলিসার আঘাত হানার পর ভেঙে পড়েছে বাড়ি। (ছবি: রিকার্ডো মাকিন / এএফপি)
১০/৪

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পর ২৯ অক্টোবর হারিকেন মেলিসা বাহামায় আঘাত হানে। (ছবি: রিকার্ডো ম্যাকিন / এএফপি)
১০/৫

২৯ অক্টোবর, ২০২৫ হারিকেন মেলিসার তাণ্ডবের পর ফুলার্সউড থেকে ব্ল্যাক রিভারে যাওয়ার পথে এক ব্যক্তি জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন। (ছবি: রিকার্ডো মাকিন / এএফপি)
১০/৬

আকাশ থেকে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে ২৯ অক্টোবরের মেলিসার পরে সেন্ট এলিজাবেথ প্যারিশে কীভাবে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। (ছবি: ইভান শ / এএফপি)
১০/৭

২৯ অক্টোবর, ২০২৫ জামাইকার সেন্ট এলিজাবেথের সান্তা ক্রুজে হারিকেন মেলিসার তাণ্ডবের পরে ব্ল্যাক রিভারের বাসিন্দারা রাস্তায় খাবারের খোঁজ করছেন। (ছবি: রিকার্ডো ম্যাকিন / এএফপি)
১০/৮

৬ সেপ্টেম্বর, ২০২৫ তোলা ভ্যান্টরের এই হ্যান্ডআউট স্যাটেলাইট ছবিতে হারিকেন মেলিসার আগে জামাইকার মন্টেগো উপসাগরের ছবি। ২৯ অক্টোবর রাষ্ট্রসংঘের আধিকারিক বলেন, হারিকেন মেলিসা জামাইকায় দেখা যায়নি। (ছবি: স্যাটেলাইট চিত্র ©২০২৫ ভ্যান্টর / এএফপি)
১০/৯

২৯ অক্টোবর, ২০২৫, জামাইকার সেন্ট এলিজাবেথের লংউডে হ্যারিকেন মেলিসার তাণ্ডবের পরে এক ব্যক্তি তার প্রতিবেশীর ছাদের বেঁচে থাকা অংশের উপর দাঁড়িয়ে রয়েছেন। (ছবি: রিকার্ডো ম্যাকিন / এএফপি)
১০/১০

২৯ অক্টোবর, ২০২৫ জামাইকার ব্ল্যাক রিভারে হারিকেন মেলিসার পর রাস্তায় পড়ে থাকা ধ্বংসস্তূপের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন একজন যুবক। (ছবি: রিকার্ডো ম্যাকিন / এএফপি)
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন