জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের মেজরটিলা ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো হেক্সাস এডুকেশন’র ব্রিটিশ কাউন্সিলের ইউকেভিআই (UKVI) পরীক্ষা।
শনিবার (১১ই অক্টোবর) হেক্সাস এডুকেশন, মেজরটিলা ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কাউন্সিলের ইউকেভিআই (UKVI) কম্পিউটার ডেলিভার্ড আইইএলটিএস পরীক্ষা।
উক্ত পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সুন্দরভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেন।
এই আয়োজনের মাধ্যমে হেক্সাস এডুকেশন, মেজরটিলা ক্যাম্পাস এখন থেকে ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল কম্পিউটার ডেলিভার্ড টেস্ট সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন থেকে এই ভেন্যুতে UKVI এবং Standard IELTS উভয় পরীক্ষাই কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাটে আয়োজন করা হবে।
এটি সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ, যারা নিজ শহরেই বিশ্বমানের সুবিধাসম্পন্ন পরিবেশে আইইএলটিএস পরীক্ষা দিতে আগ্রহী।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন