টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ: শনিবার হবে শান্তি মিছিল শান্তি সমাবেশে অংশ নিতে মেয়র লুৎফর রহমান ও ড. গ্লিন রবিনসের আহবান

gbn

 বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মেয়র অফিস ও ইউনাইটেড ইস্ট এন্ড-এর মিডিয়া ব্রিফিং


জিবি নিউজ | টাওয়ার হ্যামলেটস ||
টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটান পুলিশ। ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায় মেট পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টাউন হলে আয়োজিত এক জরুরি মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ইউকিপ-এর রেলি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিনস বলেন, “তারপরও আমরা এক কমিউনিটি হিসাবে আমাদের ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে একটি শান্তি সমাবেশের  আয়োজন করব।”
উল্লেখ্য, পাবলিক অর্ডার অ্যাক্টের শর্ত অনুযায়ী ইউকিপ (UKIP) হোয়াইটচ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস বরো’র অন্য কোথাও তাদের প্রতিবাদ সমাবেশ করতে পারবে না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউকিপ তাদের প্রতিবাদ অন্য কোথাও আয়োজন করতে কোন বাধা নাই, এবং যারা টাওয়ার হ্যামলেটসে জড়ো হওয়ার চেষ্টা করবে, তারা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। দলটি জানিয়েছে, তারা লন্ডনের অন্য স্থানে মিছিলটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, “এই ফার-রাইট কর্মসূচি আমাদের স্থানীয় কমিউনিটিতে বিশৃঙ্খলা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি করতে পারত। কিন্তু আমরা জানি, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনও টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি — ভবিষ্যতেও পারবে না।”
এদিকে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ‘আমরা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানাই — টাওয়ার হ্যামলেটস থেকে প্রস্তাবিত মিছিলটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বরো, এবং এখানে সম্প্রদায়গত সংহতির হারও সর্বোচ্চ। এই বছর একটি স্বাধীন জরিপে দেখা গেছে, ৯১% মানুষ বলেছেন যে তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে থাকেন।”
এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ “ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর” প্রস্তাব পাশ হয়েছে, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি “প্রত্যাখ্যান” করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে টার্গেট করে এখানে আসে।
একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে।
মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র ও ড. গ্লিন রবিনস ছাড়াও উপস্থিত ছিলেন — টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মোস্ক এর চেয়ার মাওলানা শামসুল হক, স্ট্যান্ড আপ টু রেসিজম এর ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চ এর রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আবদুল্লাহ ফালিক, এমসিএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর দিলওয়ার খান, ডেপুটি মেয়র  কাউন্সিলর মাইযুম তালুকদার, পপলার ইউনিয়ন এর চেয়ার ও সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ড এর একটিভিস্ট সামিরা আলি, এবং টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরাম-এর প্রতিনিধি সুফিয়া আলম।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন