বিশ্বনেতাদের সাধারণত কঠোর এবং গম্ভীর ব্যক্তিত্ব হিসেবে দেখা হলেও, তাদের অনেকেই অপ্রত্যাশিত ও চমকপ্রদ ব্যক্তিগত অতীত বহন করেন। রাজনীতিতে প্রবেশের আগে কেউ ছিলেন রক মিউজিশিয়ান, কেউ বা লাইফগার্ড—যা তাদের আরও বেশি জনসম্পৃক্ত করে তোলে।
সদ্য নিযুক্ত জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও এই তালিকায় যুক্ত হয়েছেন। একসময় হেভি মেটাল মিউজিকের ভক্ত তাকাইচি ড্রামস ও পিয়ানো বাজাতেন।
এ ছাড়া তিনি একটি কাওয়াসাকি জেড৪০০জিপি মোটরবাইকের মালিক ছিলেন। তবে সিএনএনের তথ্য অনুসারে, ১৯৯৩ সালে ৩২ বছর বয়সে আইনপ্রণেতা হওয়ার পর কাজ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য তিনি তার প্রিয় বাইকটি ছেড়ে দেন। এই শক্তিশালী ব্যক্তিত্বদের অতীত দক্ষতা এবং অভিজ্ঞতাগুলো প্রমাণ করে যে ক্ষমতা ও নেতৃত্ব আসার জন্য প্রথাগত পথই একমাত্র নয়।
ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কি ছিলেন একজন কৌতুক অভিনেতা ও বিনোদনদাতা।
এনপিআরের তথ্য অনুসারে, তিনি কমেডি প্রযোজনা সংস্থা কোয়ার্টাল ৯৫-এর সহপ্রতিষ্ঠাতা এবং জনপ্রিয় টিভি সিরিজ সার্ভেন্ট অফ দ্য পিপল-এর প্রধান তারকা ছিলেন। সেখানে তিনি অপ্রত্যাশিতভাবে দেশের নেতা হওয়া একজন হাই স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন।
ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজনীতিতে আসার আগে ছিলেন একজন বিশ্বখ্যাত ক্রিকেটার এবং জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয়লাভ করে, যা তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।
আঙ্গেলা ম্যার্কেল
জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল রাজনীতিতে প্রবেশের আগে কোয়ান্টাম রসায়ন নিয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৮৬ সালে কোয়ান্টাম কেমিস্ট্রিতে ডক্টরেট লাভ করেন এবং পূর্ব বার্লিনে একজন গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করতেন।
উইনস্টন চার্চিল
প্রায় ৪০ বছর বয়সে অবসাদ কাটাতে থেরাপিউটিক শখ হিসেবে ছবি আঁকা শুরু করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তিনি তার জীবদ্দশায় ৫০০টিরও বেশি চিত্রকর্ম সম্পন্ন করেছিলেন।
ভ্লাদিমির পুতিন
দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির অফিসার হিসেবে কাজ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ছাড়া তিনি ছোটবেলা থেকেই জুডো ও সাম্বো প্রশিক্ষণ নিয়েছেন এবং উচ্চ-পদমর্যাদার ব্ল্যাক বেল্টধারী।
জো বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনীতিতে আসার আগে ১৯৬২ সালের গ্রীষ্মে ডেলাওয়্যারে লাইফগার্ড হিসেবে কাজ করেন, যা তাকে জাতি ও সমাজ সম্পর্কে মূল্যবান ধারণা দিয়েছিল বলে জানা যায়।
এমানুয়েল ম্যাঁখো
হাই স্কুল জীবনে নাটক ও কবিতার প্রতি আগ্রহী ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো এবং তার থেকে ২৪ বছরের বড় নাটক শিক্ষক ব্রিজিট ম্যাঁখোর সঙ্গে সম্পর্ক শুরু করেন, যাকে তিনি পরে বিয়ে করেন।
এ ছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১৬ বছর বয়সে হনলুলুর একটি বাস্কিন-রবিন্স-এ আইস-ক্রিম স্কুপার হিসেবে তার প্রথম চাকরি করেন।
এই বৈচিত্র্যময় পটভূমি থেকে উঠে আসা ব্যক্তিরা প্রমাণ করেন, নেতৃত্ব এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট ছাঁচে বাঁধা জীবনের প্রয়োজন নেই, বরং ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা একজন নেতাকে আরো সমৃদ্ধ করতে পারে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন