প্যারিসের জাদুঘর থেকে বিপুল সোনা চুরি, চীনা বংশোদ্ভূত নারী গ্রেপ্তার

gbn

ফ্রান্সের প্যারিসের ন্যাচারাল হিস্টরি জাদুঘর থেকে গত মাসে প্রায় ১৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ কোটি ২৭ লাখ টাকা) মূল্যের ছয়টি সোনার ডেলা চুরির অভিযোগে এক চীনা বংশোদ্ভূত নারীকে অভিযুক্ত করা হয়েছে। ফরাসি প্রসিকিউটররা এই তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, বার্সেলোনায় কিছু গলিত সোনা সরিয়ে ফেলার চেষ্টার সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি বিচার-পূর্ববর্তী হেফাজতে আছেন।

বিখ্যাত সব স্টাফ করা প্রাণী এবং হাড়ের সংগ্রহের জন্য পরিচিত এই জাদুঘরে একটি মিনারেলজি গ্যালারি রয়েছে, যেখান থেকে সোনাগুলো চুরি হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এবং একটি ব্লো-টর্চ উদ্ধার করেছে।

 

চুরির সময় জাদুঘরের অ্যালার্ম এবং নজরদারি ব্যবস্থা একটি সাইবার আক্রমণের মাধ্যমে অকার্যকর করে দেওয়া হয়েছিল। সেই সময় ফরাসি গণমাধ্যম জানিয়েছিল, চোরেরা এই দুর্বলতা সম্পর্কে অবগত ছিল।

জাদুঘরের একজন মুখপাত্র ফরাসি সংবাদপত্র লে ফিগারোকে বলেন, ‘চোরেরা, যারা স্পষ্টতই খুব অভিজ্ঞ এবং সু-অবগত, তারা একটি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়েছিল, যা ২০২৪ সালে পরিচালিত সর্বশেষ নিরীক্ষার সময়ও চিহ্নিত করা যায়নি।

 

সেন্ট্রাল প্যারিসের জার্ডিন ডেস প্লান্টেসের কাছে অবস্থিত সরবোন বিশ্ববিদ্যালয়ের অংশ এই জাদুঘরে পরিচ্ছন্নতাকর্মীরা ভোরবেলা কাজে এসে চুরির ঘটনাটি আবিষ্কার করেন।

কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, ৩০ সেপ্টেম্বর স্প্যানিশ পুলিশ ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সন্দেহভাজন ওই নারীকে গ্রেপ্তার করে এবং একই দিনে ফরাসি কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

গ্রেপ্তারের সময় তার কাছে প্রায় এক কিলোগ্রাম গলিয়ে ফেলা সোনা ছিল। বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলছে এবং ধারণা করা হচ্ছে তিনি চীন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

চুরি হওয়া ডেলাগুলির মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল ৫ কিলোগ্রাম, যা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল। বর্তমান সোনার দাম অনুযায়ী এর মূল্য প্রায় ছয় লাখ ইউরো।

জাদুঘরের পরিচালক এমানুয়েল স্কুলিওস ফরাসি সম্প্রচারকদের বলেন, ‘আমরা একটি অত্যন্ত পেশাদার দলের মুখোমুখি, যারা পুরোপুরি অবগত ছিল যে তাদের কোথায় যেতে হবে এবং তাদের কাছে পেশাদার সরঞ্জাম ছিল।’

গত মাসে ফ্রান্স ২ টেলিভিশনকে তিনি বলেন, ‘তারা যে এই নির্দিষ্ট জিনিসগুলোর জন্য গিয়েছিল, তা মোটেও আকস্মিক নয়।’

এদিকে রবিবার বিখ্যাত ল্যুভর জাদুঘরে একটি পৃথক দুঃসাহসিক অভিযানে চোরেরা মূল্যবান ফরাসি রাজকীয় গহনা চুরি করে নিয়ে যায়।

 

পুলিশ জানিয়েছে, তারা আটটি মূল্যবান জিনিস চুরি করে স্কুটারে পালিয়ে যায়। পুরো অভিযানটি আট মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মাসগুলোতে ল্যুভর এবং ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামসহ কমপক্ষে চারটি ফরাসি জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন