যুক্তরাষ্ট্রে ‘শাটডাউনের’ বাহানায় ট্রাম্প প্রশাসন থেকে হাজারো কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ডেমোক্রেটদের ওপর চাপও সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার ট্রাম্প মার্কিন সরকার জুড়ে হাজার হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের জন্য ডেমোক্রেটদের দোষারোপ করেছেন।
তার দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, এই ছাঁটাই ‘বড় পরিসরে’ হচ্ছে।
পরে শুক্রবার বিকেলে প্রশাসন জানায়, সাতটি সংস্থায় চার হাজারের বেশি কর্মী ছাঁটাই শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেডারেল কর্মীবাহিনী কমানোর লক্ষ্যে কাজ করে আসছেন এবং বারবার বলেন, তিনি সরকারি অচলাবস্থাকে সেই লক্ষ্য বাস্তবায়নের সুযোগ হিসেবে ব্যবহার করবেন।
হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভাট জানিয়েছেন, ট্রেজারি বিভাগ, মার্কিন স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা এবং শিক্ষা, বাণিজ্য বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা বিভাগে চাকরি ছাঁটাই চলছে, তবে ছাঁটাইয়ের মোট পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
আইন অনুযায়ী, সরকার কর্মী ছাঁটাইয়ের কমপক্ষে ৩০ দিন আগে তাদের আগাম নোটিশ দিতে বাধ্য।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, তাদের সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সিতে ছাঁটাই হবে। যদিও অনেক কর্মীকে ‘অত্যাবশ্যকীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন