বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এ কর্মসূচিতে তাঁর সঙ্গে সিলেট জেলা, বিয়ানীবাজার উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজারের আমুড়া ইউনিয়নের দুবাগ বাজার জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় জনসাধাণের সঙ্গে কুশল ও মতিবিনিময় করেন তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে দুবাগ বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন এমরান আহমদ চৌধুরী।
গণসংযোগকালে তিনি বলেন, তারেক রহমানই আগামীর রাষ্ট্রনায়ক। তাঁর সিলেটের জনসভাকে মহাজনসমুদ্রে পরিণত করতে সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি। আপনারা প্রমাণ করে দিন- গোলাপঞ্জ-বিয়ানীবাজার তথা পুরো সিলেট ধানের শীষের ঘাঁটি।
এদিকে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় গোলাপগঞ্জের বাঘায় অবস্থিত একটি সেন্টারে বাঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ হিফজুরের যৌথ পরিচালনায় এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব, কাদির হোসেন বাবুল ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল মালেক।
আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল আহমদ, জিলু আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির নেতা আনা মিয়া, মনির উদ্দিন, বতাই মিয়া, সেবুল আহমদ সাবেক মেম্বার, ফলিক আহমদ মেম্বার, মক্তাই মিয়া, ইসলাম উদ্দিন, মাখন মিয়া, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান বাছিত, সদস্য মোস্তাক আহমদ, মনসুর আহমদ, হাসান আহমদ, সৈয়দ মিজানুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া শাহজাহান, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা রাজু আহমদ, আবজাল আহমদ, বাবলু মিয়া, কামিল আহমদ, তানিম আহমদ, ছায়েম আহমদ, বাঘা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ আহমদ, ইউনিয়ন জাসাসের সভাপতি জাকারিয়া, ইউনিয়ন সেচ্চাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ, সদস্য সানি আহমদ ও বাবলু আহমদ প্রমুখ।
জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন