ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা যেকোনো আক্রমণের জবাব দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে।
ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করতে বারবার অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলী শামখানি লেখেন, ট্রাম্পের উচিত আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার কথা স্মরণ করা, যা ‘যেকোনো আক্রমণের জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা’ প্রমাণ করেছে।
জুনে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিক্রিয়া হিসেবেই আল-উদেইদে এই হামলা চালানো হয়েছিল। সাবেক প্রতিরক্ষামন্ত্রী শামখানি নিজেও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হলেও বেঁচে যান।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন