সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- আলী আকবরের স্ত্রী আলিফ জান (৪৭), বাবুল্যার ছেলে রইছ মিয়া ও মতিন মিয়া এবং মৃত ফরিদ মিয়ার ছেলে মো. কামাল মিয়া। গ্রেফতারকৃত সবাই গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এছাড়াও নিয়মিত মামলার আওতায় আরও চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. ইব্রাহীম ফকির (৩৪) ও তার স্ত্রী মোছা. মোর্শেদা খানম (৩৪), মারজিয়া (৩৬) এবং রহিমা বেগম ওরফে ফাতেমা (৬০)। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত গোয়াইনঘাট থানার মামলা রয়েছে। যা সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর তামাবিল বিওপি কর্তৃক দায়ের করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন