বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারক লিপি পেশ

gbn

বাংলাদেশ বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা এবং ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবীতে গতকাল ১৪ জানুয়ারী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসার ডঃ মুহাম্মদ ইউনূস সমীপে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হয় ।
ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন‍্যাশনেল এয়ার পোর্টের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠণের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী ,যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম ,সদস‍্য সচিব এম এ রব  ও সদস‍্য সাংবাদিক খালেদ মাসুদ রনি । স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ডঃ এম নজরুল ইসলাম ।এ সময় উপস্থিত ছিলেন হাই কমিশনের কাউন্সেলর  মীর নুরানী রূপমা ও কমার্সিয়েল কাউন্সিলার তানভির মোহাম্মদ আজিম ।
বাংলাদেশ সরকারের বিমান বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছেও আরেকটি স্মারকলিপি হস্তান্তর করা হয় ।

 

মাননীয় ডেপুটি হাই কমিশনার প্রতিনিধি দলের বক্তব‍্য অত‍্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করেন এবং তা বাংলাদেশে যথাযথ পৌঁছানোর আশ্বাস দেন ।তিনি বলেন ,ইতিমধ‍্যেই এ দাবীর সমর্থনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন