ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সিআইএ পরিচালকের বৈঠক

gbn

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বৃহস্পতিবার কারাকাসে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেন বলে একজন মার্কিন কর্মকর্তার জানিয়েছে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার প্রায় দুই সপ্তাহ পর পারস্পরিক আস্থা ও যোগাযোগ গড়ে তোলা।

মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, র‍্যাটক্লিফ ও রদ্রিগেজ সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং বলেন, ‘ভেনেজুয়েলা আর যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে না।’

এই বৈঠকটি এমন এক দিনেই অনুষ্ঠিত হয়, যেদিন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রদ্রিগেজ তার প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন।

ওই ভাষণে তিনি বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়াতে তেল শিল্পে সংস্কারের ঘোষণা দেন, যা মাদুরোর নীতির বিপরীতমুখী পদক্ষেপ।

 

জাতির উদ্দেশে ভাষণে রদ্রিগেজ বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রাজনৈতিক সংলাপের মাধ্যমে কূটনৈতিকভাবে’ মোকাবিলা করতে ভয় পান না। তিনি যোগ করেন, ভেনেজুয়েলাকে তার ‘মর্যাদা ও সম্মান’ রক্ষা করতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের তেল কম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করবে এবং সেখান থেকে অর্জিত অর্থ ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র—উভয়ের কাছেই যাবে।

একই সঙ্গে একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।

 

ট্রাম্প তেল কম্পানিগুলোকে ভেনেজুয়েলায় অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তবে গত সপ্তাহে একজন নির্বাহী বলেন, বর্তমানে দেশটি ‘বিনিয়োগযোগ্য নয়’।

সাবেক ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ ৫ জানুয়ারি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

এর আগে ৩ জানুয়ারি কারাকাসে এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। তারা বর্তমানে নিউইয়র্কে আটক রয়েছেন এবং মাদক পাচারসহ অন্যান্য অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

 

মার্কিন কর্মকর্তা রদ্রিগেজ ও র্যাটক্লিফের বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন এবং বলেন, ভেনেজুয়েলায় সফর করা র্যাটক্লিফই প্রথম মন্ত্রিসভা-পর্যায়ের মার্কিন কর্মকর্তা।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, র্যাটক্লিফের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকটির মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আস্থা গড়ে তোলা।

তিনি বলেন, ‘পরিচালক স্পষ্ট করে দিয়েছেন যে ভেনেজুয়েলা আর ট্রেন দে আরাগুয়ার মতো মাদক পাচারকারী গোষ্ঠীকে সমর্থন দিতে পারে না।

 

এই বৈঠকটি এমন এক দিনেই হয়, যেদিন ওয়াশিংটনে ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করেন। মাচাদো ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে তার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত পদক উপহার দেন।

ভাষণে রদ্রিগেজ দেশের হাইড্রোকার্বন আইন সংস্কারের প্রস্তাব ঘোষণা করেন এবং জানান, তা অনুমোদনের জন্য তিনি আইনসভাকে অনুরোধ করেছেন।

এতদিন ভেনেজুয়েলার হাইড্রোকার্বন আইনে বলা ছিল, বিদেশি অংশীদারদের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কম্পানি পিডিভিএসএর সঙ্গে কাজ করতে হবে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ মালিকানা পিডিভিএসএরই থাকতে হবে।

রদ্রিগেজ বলেন, প্রস্তাবিত সংস্কারের ফলে নতুন তেলক্ষেত্রে বিনিয়োগ প্রবাহের সুযোগ তৈরি হবে।

বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদের অধিকারী ভেনেজুয়েলায় সম্ভাবনা খুঁজছেন ট্রাম্প ও মার্কিন বিনিয়োগকারীরা। এই প্রেক্ষাপটেই রদ্রিগেজের সংস্কার প্রস্তাব সামনে এসেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন