রুমিন ফারহানার শঙ্কার জবাবে যা বললেন প্রেস সচিব

gbn

ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি কর্মী-সমর্থকদেরকে পাহাড়াদার হিসেবে থাকার অনুরোধ জানিয়েছেন।

রুমিন ফারহানার এমন শঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব। এই সরকারের কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। একটি শান্তিপূর্ণ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় আখাউড়ায় খরমপুর শাহ্ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) কেল্লা বাবার মাজার শরিফ জিয়ারতে আসলে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এর আগে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দলটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে রুমিন ফারহানা সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে। যদি কোথাও সিল দেওয়ার চেষ্টা করে, জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা পাহাড়াদার হিসেবে থাকবেন। মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে আমাকে সহযোগিতা করে যাবেন। 

 

 এ সময় তিনি একটিবার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আশ্বাস দেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন