কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

gbn

কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থি সমাবেশে বক্তব্য রাখার সময় বিতর্কিত এ আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে ফিলিস্থিনপন্থি আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন গুস্তাভো পেত্রো।

 

 

তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের সেনাদের বলছি, মানবতার স্বার্থে ট্রাম্পের নির্দেশ অমান্য করুন। পেত্রো আরও দাবি করেন, ফিলিস্তিনকে মুক্ত করতে বৈশ্বিক সেনাশক্তি যুক্তরাষ্ট্রের সেনাশক্তির চেয়েও বড় হতে হবে।

 

কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান গণহত্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি জড়িত। তার প্রত্যক্ষ ইশারায় মার্কিন মিত্র ইসরায়েল গাজা উপত্যকায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

পেত্রোর এ বক্তব্যের একটি ভিডিও তার এক্স অ্যাকাউন্টে প্রকাশের পরেই তার ভিসা বাতিলের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতায় উসকে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার বেপরোয়া ও উসকানিমূলক আচরণের কারণে তার ভিসা বাতিল করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রেসিডেন্ট পেত্রো কলম্বিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

 

 

 

ভিসা বাতিলের প্রতিক্রিয়ায় পেত্রো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়ে জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে। তিনি বলেন, যে কারণে ফিলিস্তিন কর্তৃপক্ষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং আমাকে ভিসা থেকে বঞ্চিত করা হলো, তা প্রমাণ করে যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক আইন মানছে না।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন