জৈব অস্ত্র নিষিদ্ধে ট্রাম্পের আহ্বানকে সমর্থন রাশিয়ার

gbn

জৈব অস্ত্রের ওপর সার্বিক বৈশ্বিক নিষেধাজ্ঞার আহ্বানকে সমর্থন করছে বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

জৈবিক অস্ত্র কনভেনশনের সঙ্গে সম্মতি যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেসকভ বলেন, মস্কো এই উদ্যোগকে সমর্থন করে এবং আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণে স্বচ্ছতা এবং আস্থা বৃদ্ধির দিকে এটি একটি গঠনমূলক পদক্ষেপ বলে মনে করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমি প্রতিটি দেশকে আহ্বান জানাচ্ছি যেন আমরা একসঙ্গে জৈব অস্ত্রের উন্নয়ন চিরতরে বন্ধ করি।

’ তিনি প্রস্তাব দেন, এ সংক্রান্ত প্রতিশ্রুতি মানা হচ্ছে কিনা তা যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে।

 

পেসকভ ট্রাম্পের এই আহ্বানকে ‘খুবই গুরুত্বপূর্ণ ডাক’ এবং ‘অসাধারণ উদ্যোগ’ বলে বর্ণনা করেন।

তিনি আরো বলেন, ‘স্বাভাবিকভাবেই রাশিয়া এমন একটি প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত, যেখানে সার্বিকভাবে জৈব অস্ত্র পরিত্যাগ করা হবে। আর অবশ্যই এটি আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হলে ভালো হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন