ইক্বরা বাংলা টিভির উদ‍্যোগে অগ্রজদের সম্মাননা প্রদান

gbn

বৃটেনে বাংলাদেশী কমিউনিটির অবদান অপরিসীম - মেয়র লুৎফুর রহমান

কে এম আবুতাহের চৌধুরী ||

টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন যে -বৃটেনে বাংলাদেশী কমিউনিটির মুরব্বীরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা ,আর্থ সামাজিক উন্নয়ন ,বর্ণবাদ বিরোধী সংগ্রাম সহ সকল অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।তাদের অবদান অপরিসীম ।তাদের এই ভূমিকা ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে । ইক্বরা বাংলা টিভি চ‍্যানেলের উদ‍্যোগে গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ব লণ্ডণের ফিল্ডগেইট স্ট্রীটস্থ কনফারেন্স হলে ইক্বরা বাংলা টিভির ‘ অগ্রদূত’ অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদানকারী বাংলাদেশী কমিউনিটির মুরুব্বীদের সম্মানে এক অতিথি প্রীতি সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন ।ইক্বরা টিভি গ্রূপ ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম‍্যান ইমাম কাসিম রাশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,কাউন্সিলার কামরুল হাসান মুন্না ও লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের । জনপ্রিয় টিভি উপস্থাপক মাওলানা আব্দুল বাছিত ও মুফতি সালেহ আহমদের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে স্বাগত বক্তব‍্য রাখেন অগ্রদূত অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক কে এম আবুতাহের চৌধুরী ।অতিথিদের মধ্য থেকে বক্তব‍্য রাখেন ডাঃ আলাউদ্দিন আহমদ,ডঃ মোহাম্মদ আবুল লেইস ,শেখ মোঃ মফিজুর রহমান ,শাহাগীর বখত ফারুক,মাওলানা শামসুল হক , রাজন উদ্দিন জালাল ,সিরাজ হক ,কাউন্সিলার আব্দুল হারিদ ,হাজী আফতাব আলী ,বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ,সাবেক সিভিক মেয়র আব্দুল আসাদ,আলহাজ্ব রফিক উল্লাহ,শামসুদ্দীন আহমদ খান ,ইন্জিনিয়ার হাজী আব্দুল মতিন ,সৈয়দ মামনুন মোরশেদ ,সাংবাদিক তাইছির মাহমুদ ,সাবেক সিভিক মেয়র ছয়ফুল আলম ,হাজী তৈমুছ আলী প্রমুখ । প্রধান অতিথি লুৎফুর রহমান বলেন -বৃটেনে আমাদের অগ্রজরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা ,আর্থ সামাজিক উন্নয়ন ও বর্ণবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন ।তাদের ত‍্যাগ তিতিক্ষার সকল বেনিফিট বর্তমান প্রজন্ম উপভোগ করছে ।বাংলাদেশী কমিউনিটির এ সব মুরুব্বীদের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ।তারা হচ্ছেন সমাজের রোল মডেল । পরে মেয়র লুৎফুর রহমান অতিথিদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন । তিনি বলেন -ইক্বরা বাংলা টিভি আমাদের সমাজের অগ্রজদের মূল‍্যায়ন ও অতীতের জীবন সংগ্রামের ইতিহাস জানার যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করছে তা সত‍্যিই প্রশংসার দাবীদার । ইক্বরা বাংলা টিভি গ্রুপের চেয়ারম‍্যান ইমাম কাসিম রাশীদ আহমদ তাঁর বক্তব্যে বাংলাদেশী কমিউনিটির মুরুব্বীদের সমাজে উল্লেখযোগ‍্য অবদান রাখায় ধন‍্যবাদ জানান এবং ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান । অগ্রদূত অনুষ্ঠানের উপস্থাপক কে এম আবুতাহের চৌধুরী বলেন -দীর্ঘ ১০ বছরে দুইশ’ অগ্রজদের সাক্ষাৎকার ইতিহাসের বড় আর্কাইভ ।এ সাক্ষাৎকারগুলোতে বৃটেনে বাংলাদেশীদের আগমন ,জীবন সংগ্রাম ,অর্জন ,অবদান ,বর্ণবাদ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদানের সার্বিক চিত্র ফুটে উঠেছে । অনুষ্ঠানের উপস্থাপক কে এম আবু তাহের চৌধুরীর হাতে সম্মাননা সার্টিফিকেট ও বিশেষ ক্রেস্ট তুলে দেন ইক্বরা টিভি গ্রুপের চেয়ারম‍্যান ইমাম কাসিম রাশিদ আহমদ । অতিথি সমাবেশে অগ্রজদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন -ডাঃ মাহমুদুর রহমান মান্না ,কাউন্সিলার ফারুক চৌধুরী ,হাজী চেরাগ আলী ,মাওলানা আব্দুল মালিক ,মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী ,হাজী আব্দুল মতিন ,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান ,মোহাম্মদ রমিজ উদ্দিন ,মোহাম্মদ কামাল মিয়া ,হাজী মতসিন আলী ,হাজী মোহাম্মদ খালিছ মিয়া ,সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,হাজী ফারুক মিয়া ,মোহাম্মদ ইছবাহ উদ্দিন ,জহির উদ্দিন আকন্জি ,মনির মাহমুদ ,জগম্বর আলী,আলহাজ্ব কবির উদ্দিন ,কবি শেখ জাবেদ আলী ,হাজী আবুল বাশার ,মোহাম্মদ আব্দুর রব ।এছাড়া অনেক মৃত মুরুব্বীদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানটি বৃটিশ-বাংলাদেশী কমিউনিটির মুরুব্বীদের এক মিলন মেলায় পরিনত হয় । সমাবেশে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মুন্তাকিম ,মাওলানা সৈয়দ নায়ীম আহমদ ,হাফিজ হোসাইন আহমদ ও শায়খুল হাদিস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরী । সমাবেশে অতিথিদের মধ‍্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ।দোয়ার মাধ‍্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন