বৈশ্বিক মানি লন্ডারিং বিরোধী সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) শুক্রবার জানিয়েছে, তারা তাদের ‘ধূসর তালিকা’ থেকে দক্ষিণ আফ্রিকা, বুর্কিনা ফাসো, নাইজেরিয়া ও মোজাম্বিককে বাদ দিয়েছে। এই দেশগুলো এতদিন বর্ধিত নজরদারির অধীনে ছিল।
এফএটিএফের ধূসর তালিকায় থাকা দেশগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলায় ‘কৌশলগত ঘাটতি’ থাকার অভিযোগ আছে। তবে তারা এ সমস্যাগুলো সংশোধনের জন্য সংস্থাটিকে সহযোগিতা করে।
প্যারিসে এফএটিএফের এক বৈঠকে প্রতিনিধিরা ‘সফল অন-সাইট পরিদর্শনের’ পর চারটি দেশকে তালিকা থেকে সরিয়ে দেন এবং বলেন, তারা সম্মত সময়সীমার মধ্যে তাদের কর্মপরিকল্পনা সম্পন্ন করেছে।
এর ফলস্বরূপ এ দেশগুলো আর বর্ধিত নজরদারির অধীন থাকবে না।
২০০টিরও বেশি দেশ এবং অধিক্ষেত্র এফএটিএফের সুপারিশগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি নিয়মিতভাবে মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও অস্ত্র বিস্তার রোধে তাদের প্রচেষ্টার পর্যালোচনা করে।
সংস্থাটির একটি ‘কালো তালিকাও’ রয়েছে, যেখানে উচ্চ-ঝুঁকিপূর্ণ অধিক্ষেত্র হিসেবে বিবেচিত দেশগুলো অন্তর্ভুক্ত। বর্তমানে এই তালিকায় ইরান, মিয়ানমার ও উত্তর কোরিয়া রয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন