ভিডিওতে পিসিবির আইনি নোটিশ ছিঁড়লেন তিনি

gbn

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের কর্ণধার আলি খান তারিন। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাইতে নির্দেশনা সংবলিত আইনি নোটিশ পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় তাকে।

তবে পিসিবির সেই সতর্কবার্তাকে ‘থোড়াই কেয়ার’ করলেন তারিন। ভিডিওতে এসে তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেছেন।

জানা গেছে, পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে মুলতান ফ্র্যাঞ্চাইজির কর্ণধারের বিরুদ্ধে। ক্ষমা না চাইলে সেই চুক্তি বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্তির হুমকি দেওয়া হয় তারিনকে।

তবে তিনি হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি পিসিবি থেকে সমস্যা সমাধানে কখনোই একটি সিঙ্গেল কল, মেসেজ, ই-মেইল কিংবা আমন্ত্রণ পাইনি।’

 

‘তার পরিবর্তে আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো। যদি আপনারা এতটাই সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে জানার কথা যে, এভাবে বিষয়টি হ্যান্ডেল করা উচিত নয়। পিএসএল ম্যানেজমেন্ট ঘিরে রয়েছে কতগুলো ইয়েস ম্যান। যারা কোনো সমালোচনা গ্রহণ করতে রাজি নয়। যদিও সব সময় বলে আসছে লিগটি ক্রিকেটভক্ত এবং পুরো পাকিস্তানের জন্য, ম্যানেজমেন্টের কর্তা-ব্যক্তিদের কথামতো চলবে না’- যোগ করেন তারিন।

এর আগে পিএসএল কর্তৃপক্ষের পেশাদারত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুলতানের কর্ণধার। কৌতুকের স্বরে এবার তিনি ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা করায় ক্ষমা চাচ্ছি, কারণ ওই অনুষ্ঠানটি ছিল চমৎকার ঠোঁট মেলানো জাতীয় শিল্পীদের নিয়ে। আমি চেয়েছিলাম অনুষ্ঠান যেন ঠিক সময়ে শুরু ও শেষ করা হয় এবং মাইক যেন ঠিকঠাক কাজ করে। কিন্তু সেসবের কিছুই মানা হয়নি।’

তারিনের ওই ভিডিও বার্তা শেষ হয়েছে পিসিবির আইনি নোটিশটি ছিঁড়ে ফেলার মধ্য দিয়ে। এর আগে তিনি বলেন, ‘আমাকে ডাকুন, চা-বিস্কুটের প্রস্তাব দিন এবং এরপর একসঙ্গে কথা বলা যাবে। এভাবে প্রকাশ্যে সমালোচনার বিষয় সমাধান এবং লিগের উন্নতিতে কাজ করা যাবে। (লিগ্যাল নোটিশ ছিঁড়তে ছিঁড়তে) আশা করি আপনারা আমার ক্ষমা প্রার্থনার ভিডিওটি পছন্দ করবেন।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন