জিবি নিউজ | টাওয়ার হ্যামলেটস ||
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেথনাল গ্রীন পুলিশ স্টেশনের ফ্রন্ট কাউন্টার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে মেট্রোপলিটন পুলিশের সাথে সফলভাবে কাজ করেছে।
গত আগস্টে মেট্রোপলিটন পুলিশ লন্ডনের ৩৭টি ফ্রন্ট কাউন্টার কমিয়ে ২০টিতে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছিল। বেথনাল গ্রীন পুলিশ স্টেশনই ছিল টাওয়ার হ্যামলেটসের একমাত্র পুলিশ স্টেশন যেখানে ফ্রন্ট কাউন্টার চালু রয়েছে।
যদি এই বন্ধের সিদ্ধান্ত কার্যকর হতো, তবে এলাকাবাসী ও অপরাধের শিকার ব্যক্তিদের অপরাধের রিপোর্ট দিতে মুখোমুখি সাক্ষাতের জন্য পার্শ্ববর্তী বরাতে যেতে হতো।
এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিলর কেবিনেট মেম্বার ফর পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট আবু তালহা চৌধুরী মেট্রোপলিটন পুলিশের বরো কমান্ডার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ম্যাট টুইস্টকে বেথনাল গ্রীন পুলিশ স্টেশন বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ করেন এবং গত সপ্তাহের ফুল কাউন্সিল মিটিংয়ে পুলিশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। আবু তালহা কমিশনার ম্যাট টুইস্ট-এর সাথে সরাসরি মিটিং করেও একই অনুরোধ করেন।
আজ বুধবার মেট্রোপলিটন পুলিশ বেথনাল গ্রীন পুলিশ স্টেশনের ফ্রন্ট কাউন্টার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। এটি এখন সপ্তাহের কর্মদিবসে ১২ ঘণ্টা এবং সাপ্তাহিক ছুটির দিনে ১০ ঘণ্টা খোলা থাকবে।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বুধবার ক্যাবিনেট মিটিং এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের বরোর একমাত্র ফ্রন্ট পুলিশ কাউন্টার বন্ধ করা টাওয়ার হ্যামলেটসের মানুষের জন্য অন্যায্য ছিল।এই কারণেই আমি ব্যক্তিগতভাবে কমিশনারকে চিঠি লিখেছি, এবং কয়েক মাস ধরে পুলিশের বিভিন্ন স্তরের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যাতে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়। আমি আনন্দিত যে আমরা আমাদের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি নিশ্চিত করতে পেরেছি।”
কাউন্সিলর কেবিনেট মেম্বার ফর পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট আবু তালহা চৌধুরী বলেন, “আমাদের প্রচেষ্টায় সিদ্ধান্তটি প্রত্যাহার হওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। যদি কেউ অপরাধের শিকার হন, অনেকেই ওয়েবসাইটের পরিবর্তে সরাসরি একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে চান। আমাদের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য অন্য বরোতে গিয়ে অপরাধের রিপোর্ট করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল।আমরা আনন্দিত যে পুলিশ আমাদের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।” এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী ,সেক্রেটারী মিসেস সেনালী মিয়া ও ট্রেজারার সৈয়দ হাসান আব্দুল্লাহ তারেক এক বিবৃতিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এ সফলতার জন্য মেয়র লুৎফুর রহমান ও কেবিনেট মেম্বার কাউন্সিলার আবু তালহা চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন