টাওয়ার হ্যামলেটস্ বরায় হাফ-টার্ম ফান এবং সাঁতারের ক্র্যাশ কোর্স

gbn

এই হাফ-টার্মের ছুটিতে টাওয়ার হ্যামলেটস্ বরার শিশু ও পরিবারদের জন্য রয়েছে নানা আয়োজন। রয়েছে, মাইল এন্ড চিলড্রেন্স পার্কে থিমভিত্তিক শিল্প ও কারুশিল্প (আর্টস এন্ড ক্রাফ্টস) এবং কুমড়ো (পাম্পকিন) খোদাই করার কাজ থেকে শুরু করে ভিক্টোরিয়া পার্কে ট্রেজার খোঁজার খেলা এবং বি ওয়েল লেজার সেন্টারগুলোতে দ্রুত সাঁতার শেখার কোর্স।
বি ওয়েলের ৫-দিনের সাঁতারের ক্র্যাশ কোর্স অর্থাৎ দ্রুত শেখার প্রশিক্ষণ শুরু হচ্ছে ২৭শে অক্টোবর থেকে মাইল এন্ড, টিলার এবং ইয়র্ক হল লেজার সেন্টারে।
কোর্সে কী কী অন্তর্ভুক্ত:
*   প্রতিদিন ৩০ মিনিটের লেসন
*   অভিজ্ঞ ইন্সট্রাক্টর বা প্রশিক্ষকদের সাথে ছোট ছোট গ্রুপ সেশন
*   পানিতে আত্মবিশ্বাস, নিরাপত্তা ও কৌশলের উপর ফোকাস
*   প্রতি লেসন প্রতি চার্জ শুরু মাত্র £৬.৩২
এছাড়াও, ইন্টারেক্টিভ গল্প বলা সেশন, কোডিং, লেগো ক্লাব ইত্যাদি হাফ-টার্মের ছুটির দিনগুলিতে নানা কার্যক্রমের জন্য আপনার নিকটস্থ আইডিয়া স্টোর ভিজিট করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ওয়েবসাইট : www.towerhamlets.gov.uk/News_events/Events/Events.aspx?Calendar_List_TaxonomyKey=0%2f1%2f18%2f19%2f270

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন