টাওয়ার হ্যামলেটসে শুরু হলো ‘গেট অনলাইন উইক ২০২৫’

gbn

ডিজিটাল দক্ষতা ও অন্তর্ভুক্তি বাড়াতে এক সপ্তাহব্যাপী আয়োজন
যুক্তরাজ্যের বৃহত্তম ডিজিটাল অন্তর্ভুক্তি অভিযান “গেট অনলাইন উইক” এ এবারও অংশ নিচ্ছে টাওয়ার হ্যামলেটস। ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন, যেখানে স্থানীয় নাগরিকরা ডিজিটাল দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।
বারার আইডিয়া স্টোরগুলিতে বয়স্ক ও প্রাপ্তবয়স্কদের জন্য একাধিক ড্রপ-ইন সেশন, ওয়ার্কশপ ও কোড ক্লাব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার, ২১ অক্টোবর, বয়স্কদের জন্য "ডিসকভার টি ডিজিটাল ওয়ার্ল্ড এট প্রাইম টাইম" (Discover the Digital World at Prime Time!) শিরোনামের একটি সেশনে ৫০ বছর বা তার বেশি বয়সের মানুষদের জন্য ডিজিটাল বই, অডিওবুক, পত্রিকা ও ম্যাগাজিনের সুবিধা দেখানো হবে।
প্রাপ্তবয়স্কদের জন্য ড্রপ-ইন সেশন চলবে ক্রিস্প স্ট্রিট ও হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে। এই সেশনে অংশগ্রহণকারীরা চাকরির খোঁজ, পারিবারিক ইতিহাস, অনলাইন শপিং, অর্থ ও স্বাস্থ্য তথ্য, সোশ্যাল মিডিয়া এবং ড্রাইভিং থিওরি প্র্যাকটিসসহ আরও অনেক বিষয়ে সহায়তা পাবেন।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ডিজিটাল এক্সেসিবিলিটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে। ব্যক্তিগতভাবে অন্ধ এবং আংশিক দৃষ্টিশক্তিহীনদের জন্য এই সেশনে নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে। সেশনটি পরিচালনা করবেন নিবন্ধিত অন্ধ প্রশিক্ষক দবিন্দার কুল্লার।
শিশুদের জন্য একই দিন আইডিয়া স্টোর ক্রিস্প স্ট্রিট ও হোয়াইটচ্যাপেলে কোড ক্লাব অনুষ্ঠিত হবে। ৮ বছরের বেশি বয়সী শিশুদের জন্য এই সেশনটি স্ক্রাচ (Scratch) এবং মাইক্রোবিট (Microbit) ব্যবহার করে নিজস্ব গেম ও অ্যানিমেশন তৈরি করার সুযোগ দেবে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহব্যাপী ইভেন্টের মূল লক্ষ্য হলো ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্থানীয় মানুষদের অনলাইনে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলা।
বিস্তারিত তথ্য বা অংশগ্রহণের জন্য ভিজিট করুন: www.ideastore.co.uk/get-online

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন