ট্রাম্প প্রশাসন মঙ্গলবার এইচ-১বি ভিসা নির্বাচনের প্রক্রিয়াকে পুনর্গঠন করে উচ্চ দক্ষতাসম্পন্ন ও বেশি বেতনভুক্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব প্রকাশ করেছে। এ সংক্রান্ত একটি ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়েছে, এই পদক্ষেপটি আসে হোয়াইট হাউসের গত শুক্রবারের ঘোষণার পর, যেখানে ভিসার জন্য এক লাখ ডলারের ফি প্রবর্তনের কথা বলা হয়।
নোটিশে বলা হয়েছে, নতুন প্রক্রিয়া চূড়ান্ত হলে, যদি বার্ষিক আবেদনসংখ্যা ভিসার আইনি সীমা ৮৫ হাজার ছাড়িয়ে যায়, তবে উচ্চ বেতন প্রদানকারী নিয়োগকর্তাদের আবেদনগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো আমেরিকানদের বিদেশি কর্মীদের কাছ থেকে অন্যায্য মজুরি প্রতিযোগিতা থেকে ভালোভাবে সুরক্ষা দেওয়া।
ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেন, যার মধ্যে ছিল গণ-নির্বাসন ত্বরান্বিত করা এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব বন্ধ করার চেষ্টা। সাম্প্রতিক দিনগুলোতে, তার প্রশাসন এইচ-১বি প্রোগ্রামের ওপর নজরদারি বাড়িয়েছে, যা প্রযুক্তি ও আউটসোর্সিং কম্পানিগুলোর মধ্যে দক্ষ বিদেশি কর্মী নিয়োগে জনপ্রিয়।
ট্রাম্প প্রশাসন শুক্রবার জানায়, তারা কম্পানিগুলোর কাছ থেকে প্রতি বছর এইচ-১বি ভিসার জন্য এক লাখ ডলার আদায় করবে। কিছু বড় প্রযুক্তি কম্পানি ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করতে বা দ্রুত ফিরে আসতে সতর্ক করে, ফলে যুক্তরাষ্ট্রে ফেরার জন্য এক বিশৃঙ্খল প্রতিযোগিতা শুরু হয়।
পরে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, এই ফি কেবল নতুন ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন