চার্লি কার্ককে ‘আমেরিকান হিরো’ আখ্যা দিলেন ট্রাম্প

gbn

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় এক স্মরণসভায় রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে ‘একজন মহান আমেরিকান বীর’ এবং ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছেন। রবিবার ফিনিক্সের নিকটবর্তী স্টেট ফার্ম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বিশাল আয়োজনে ট্রাম্প কার্ককে এই আখ্যা দেন।

বিবিসির খবরে বলা হয়, আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, যার মধ্যে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ছিলেন। কার্ককে ১০ সেপ্টেম্বর গুলি করে হত্যা করা হয়।

 

ট্রাম্প সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, কার্ক শহীদ হয়েছেন। কারণ তিনি সাহসী জীবনযাপন করেছিলেন, দৃঢ়ভাবে এগিয়েছিলেন এবং যুক্তি তুলে ধরেছিল অসাধারণভাবে।

কার্কের স্ত্রী এরিকা আবেগঘন বক্তব্য দেন এবং জানান যে তিনি তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন।

তিনি বলেন, আমার স্বামী চার্লি তরুণদের বাঁচাতে চাইতেন, সেই তরুণকেও যিনি তার জীবন নিয়েছেন।

আমি তাকে ক্ষমা করেছি। কারণ ক্রাইস্ট এভাবেই করেছিলেন। ঘৃণার জবাব ঘৃণা নয়।

 

স্মরণসভায় যোগ দিতে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন।

অনেকে আবার আগের রাতেই ক্যাম্প করে জায়গা নিশ্চিত করেন। উপস্থিতিদের মধ্যে অনেকেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন টুপি, ট্রাম্প-সংক্রান্ত পোশাক এবং লাল-সাদা-নীল রঙের পোশাক পরেছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন