যুক্তরাষ্ট্রের ভিসা পেতে লাগবে ৫ হাজার ডলার!

gbn

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক ও পর্যটন ভিসা পেতে এখন থেকে আবেদনকারীদের গুণতে হতে পারে ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ থেকে ১৮ লাখ টাকার সমান। পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এই নতুন ভিসা নীতি আগামী ২০ আগস্ট থেকে কার্যকর হবে এবং তা এক বছর পর্যন্ত চালু থাকবে।

 

 

 

সোমবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক সরকারি নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়, যেসব দেশের নাগরিকরা ভিসার মেয়াদ শেষে নিজ দেশে ফেরত যান না অথবা যাদের সঠিক যাচাই কঠিন, তাদের ক্ষেত্রেই এই জামানতের বিধান কার্যকর হবে।

 

নতুন নীতির আওতায় ভিসা কর্মকর্তারা আবেদনকারীর কাগজপত্র পর্যালোচনা করে তিনটি স্তরের মধ্যে যে কোনো একটিতে জামানতের পরিমাণ নির্ধারণ করবেন—৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কড়াকড়ি অভিবাসন নীতিরই অংশ হিসেবে দেখা হচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে আরও জোরালোভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

 


তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, যেসব ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে যাবেন এবং ভিসার শর্ত ভঙ্গ করবেন না, তারা তাদের সম্পূর্ণ জামানত ফেরত পাবেন। এদিকে, এই নতুন নিয়মকে ঘিরে সমালোচনাও দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ট্রাভেল অ্যাসোসিয়েশন বলছে, জামানতের শর্ত প্রকৃত পর্যটকদের নিরুৎসাহিত করতে পারে এবং এতে করে প্রাথমিকভাবে অন্তত ২ হাজার আবেদনকারী সমস্যায় পড়বেন।

 

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষে অনেক অভ্যাগত দেশে না ফেরার প্রবণতা বাড়ায় অভিবাসন সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায়ই নতুন করে এই কঠোর নীতির পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন