হাকিকুল ইসলাম খোকন,
গত শুক্রবার, ৩ অক্টোবর, নিউইয়র্কের কুইন্সের জামাইকা মুসলিম সেন্টারে জীবনের সদস্যরা ব্যাপক আয়োজনের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশনে সহায়তা করেন। এই আয়োজনে নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিও উপস্থিত ছিলেন।
জুম্মার নামাজের পর জীবনের সদস্যরা একটি বড়সড় রোডশো পরিচালনা করেন, যেখানে প্রায় ৩০টি গাড়ি অংশগ্রহণ করে। রোডশোটি এলাকার মানুষের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে এবং নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করে তোলে।
এই সপ্তাহে জীবন সক্রিয়ভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়। শুধু তাই নয়, জীবনের ৩৫ জনেরও বেশি স্বেচ্ছাসেবক নিবেদিতভাবে কাজ করেছেন, যারা জনগণকে ভোটার রেজিস্ট্রেশন করতে সহায়তা করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।
গত কয়েক মাস ধরে জীবনের সদস্যরা প্রতি শুক্রবার শহরের বিভিন্ন স্থানে এই প্রচারণা চালিয়ে আসছেন এবং এটি নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও, নির্বাচনের দিন জিবন বিনামূল্যে পরিবহন সুবিধা প্রদান করবে যাতে ভোটাররা সহজে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেন।
এমন সংগঠিত উদ্যোগের মাধ্যমে জীবন দেখিয়েছে কিভাবে কমিউনিটির ঐক্য, পরিশ্রম এবং সচেতনতা একত্রে মিলিত হয়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।জীবনের সভাপতি এনওয়াইপিডি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী,সাধারণ সম্পাদক ও এনওয়াইপিডি পুলিশ অফিসার রাশেক মালিক ও প্রতিষ্ঠাতা ষ্টাটি এ এনওয়াইপিডি পুলিশ অফিসার এবং বাপসনিউজ সাংবাদিক সরদার আল মামুনসহ সংগঠনের অন্যন্যরা এর নেতৃত্ব দিয়েছেন ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন