একটা নতুন প্রত্যাবর্তনের অপেক্ষা করছি : পারসা ইভানা

gbn

মাস কয়েক আগে গিয়েছিলেন মার্কিন মুলুকে, দেশটির ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউইয়র্কসহ বিভিন্ন জায়গা, এমনকি ঢু মেরেছেন কানাডাতেও। শুধু ঘোরাঘুরিই নয়, যুক্তরাষ্ট্রের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে করেছেন অভিনয়ের শর্ট কোর্সও। কিছুদিন আগেই ফিরেছেন দেশে। দেশে ফিরে এখনো দাঁড়াননি ক্যামেরার সামনে।

যুক্তরাষ্ট্র সফর, কাজ ও ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর

 

ঘুরতে গিয়ে অভিনয়, নাকি অভিনয় করতে গিয়ে ঘোরা?

এপ্রিলের ৪ তারিখ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইভানা, এরপর দেশে ফেরেন গত ২১ আগস্ট। প্রায় সাড়ে চার মাস পর ফেরেন দেশে। তিনি বলেন, ‘দেশের বাইরে তো বিভিন্ন সময়েই যাওয়া হয়। এবার অনেকটা সময় থাকা হয়েছে, প্রায় সাড়ে চার মাসের মতো।

মূলত ঘুরতেই যাওয়া। অনেকে তো দেশের বাহিরে গিয়ে ঘোরাঘুরি করেন, শপিং করেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর পাশাপাশি যদি কিছু করি তাহলে মন্দ হয় না।’ 

 

অভিনয় নিয়ে তো আমার হাতে-কলমে কোনো শিক্ষা নেই, তাই ভাবলাম যেহেতু সুযোগ আছে এবং হাতে সময়ও আছে অভিনয়ের কোর্স করি। এটা ব্যক্তিগতভাবে আমাকে অনেক কাজে দেবে এবং তাই-ই করেছি।

যেহেতু আমি নাচের মেয়ে অভিনয়ের পাশাপাশি সেখানে ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে একটি নাচের কোর্সও করেছি। যেহেতু অনেকটা সময় ছিলাম সেখানে কিছু স্টেজ শো-ও করেছি।

 

May be an image of 1 person

শো-অফের জন্য অভিনয় কোর্স করিনি 

অনেকের কাছে হয়তো মনে হতে পারে, আমি অভিনয় শিখে খুব শো-অফ করছি। কিন্তু বিষয়টা কখনোই এ রকম নয়। এটা করেছি একান্ত নিজের জন্য।

আমার তো অভিনয় নিয়ে সেভাবে কোনো স্কুলিং নেই, নিজের তাগিদেই এটা করা। অভিনয়ের বিষয়টা তো এমন না যে একদিনে অনেক কিছু শিখে ফেললাম আর সেটা সবাইকে দেখিয়ে দিলাম। এটা আসলে চর্চার বিষয়। কোর্সটা করে অভিনয়ে ডিসিপ্লিন, ম্যানার, অ্যাক্টিভিটিজ, ইমোশন এসব বিষয় নিয়ে মোটামুটি অনেক কিছু শিখেছি। সেগুলোই সামনে চর্চা করব। আমার যিনি শিক্ষক ছিলেন সেখানে তিনি একটা কথা বলেছেন, ‘বি ইউরসেলফ, ডোন্ট ট্রাই টু বি সামওয়ান এলস। ডু হোয়াট ইউ ফিল অ্যান্ড এক্সপ্রেস ইট ইন ইউর ওয়ে’। আমি সে কথাটাই মনে রাখতে চাই।

 

দেশে ফিরে এখনো দাঁড়াননি ক্যামেরার সামনে

এপ্রিলে যুক্তরাষ্ট্রে গেলেও এরমধ্যে চার দিনের জন্য দেশে এসেছিলেন ইভানা। মে মাসের ২৩ তারিখে অংশ নিয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। শুটিং শেষ করে আবার ফিরে যান মার্কিন মুলুকে। তবে এরপর দেশে এসে এখনো সেভাবে ক্যামেরার সামনে দাঁড়াননি এ অভিনেত্রী। সর্বশেষ কাজ করেছিলেন মোশাররফ করিমের সঙ্গে ‘মির্জা’ সিরিজে, যেটি বঙ্গ-তে প্রচার হয়েছিল।

বললেন, দেশের বাইরে গিয়ে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মাঝে চার দিনের জন্য দেশে এসেছিলাম। সাকিব ফাহাদ পরিচালিত চাকার একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছিলাম। ওই কাজটাতে তারা আমাকেই চাচ্ছিলেন এবং আমারও কাজটা পছন্দ হয়েছিল তাই হুট করে এসে আবার ফিরে গিয়েছিলাম। গত মাসে দেশে এসে এর মধ্যে কিছু ফটোশুটে অংশ নিয়েছি, এ ছাড়া আর কিছু করা হয়নি। এর মধ্যে কিছু কাজ নিয়ে কথা চলছে, শিগগিরই হয়তো নতুন কোনো খবর দিতে পারব। আমি চাচ্ছিলাম, একটা ভালো কামব্যাক করতে। ভালো কোনো কাজ দিয়ে যেন একটা নতুন প্রত্যাবর্তন হয়, সেটারই অপেক্ষায় আছি। এ রকম কোনো গল্প বা চরিত্র যেখানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারব। 

No photo description available.

ব্যাচেলর পয়েন্টে ফেরা অনিশ্চিত 

চতুর্থ সিজনে আমার চরিত্রটা যেখানে শেষ হয়েছিল (ইভার দেশের বাইরে চলে যাওয়া), এর পরে যদি পরিচালক মনে করেন সিজন ফাইভে তাকে নতুনভাবে এন্ট্রি করবেন; তাহলে হয়তো দেখা যেতে পারে। তবে অমি (কাজল আরেফিন অমি) ভাইয়ার সঙ্গে এখনো এগুলো নিয়ে কোনো কথা হয়নি। আর আমি না থেকেও তো এই সিজনের সঙ্গে আছি। বিভিন্ন দৃশ্যে আমাকে নিয়ে কথা হচ্ছে, আমার ছবি দেখানো হচ্ছে। 

সিনেমায় কবে

ছোট পর্দা থেকে ইতিমধ্যে অনেকেই বড় পর্দায় নাম লিখিয়েছেন, একের পর এক অভিনেত্রী সিনেমা করছেন। সিনেমা নিয়ে কী ভাবছেন ইভানা, এমন প্রশ্নে অভিনেত্রীর উত্তর, অনেকেই সিনেমা করছে বলে যে আমাকেও এখনই করতে হবে, বিষয়টা এমন নয়। আবার করব না, এমনও নয়। পরিচালকরা যদি তাদের গল্পে আমাকে চান, তাহলে তারা রিচ করতে পারেন। গল্প, চরিত্র পছন্দ হলে অবশ্যই সিনেমা করব। আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, মাধ্যম না। গল্প পছন্দ হলে যে কোনো মাধ্যমেই কাজ করব—সেটা ইউটিউব, ওটিটি কিংবা বড় পর্দা যেটাই হোক না কেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন