নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ম্যাচে নামলে কিংবা গোল করলেই কোনো না কোনো রেকর্ড গড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
গতকাল রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তেমনি এক রেকর্ড গড়েছেন রোনালদো। বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ড।
রেকর্ডটা যে নিজের করে নিবেন তা নিশ্চিতই ছিল। কেননা সর্বশেষ ম্যাচে কার্লোস রুইজের গোলের কীর্তি স্পর্শ করেছিলেন। আর গতকাল হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে গুয়াতেমালার সাবেক স্ট্রাইকারকে পেছনে ফেলে ইতিহাস গড়েন। পর্তুগালের অধিনায়কের ৪১ গোলের বিপরীতে রুইজের ৩৯।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে একের পর এক রেকর্ড গড়ছেন রোনালদো। অথচ, বয়স ৪০ হওয়ায় বুট জোড়া তুলে রাখার কথা ছিল তার। মনের ক্ষুধা যেন এখনো তার মেটেনি। এই বয়সে রেকর্ড গড়ে তাই যারপরনাই খুশি।
সামাজিক মাধ্যম এক্সে ‘সিআর সেভেন’ লিখেছেন, ‘জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার কাছে অনেক কিছু, এতে লুকানোর কিছু নেই। এই জন্যই পর্তুগালের হয়ে অনন্য মাইলফলক গড়ায় আমি গর্বিত। আমাকে এই পর্যায়ে আসতে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ।’
রেকর্ড গড়ার রাতে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি রোনালদো। ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করায় হাঙ্গেরির সঙ্গে ২-২ সমতায় মাঠ ছাড়তে হয়।
তাতে ২০২৬ বিশ্বকাপের টিকিটও আটকে যায়। কালকে জিতলেই ইউরোপের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপ থেকে শীর্ষ দল নিশ্চিত করত তারা। আগামী নভেম্বরে টিকিট মিলবে জানিয়ে রোনালদো লিখেছেন, ‘বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য নভেম্বরে দেখা হবে।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন