সামান্তা মানিকের ‘সুইট সিক্সটিন’ দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত

gbn

হাকিকুল ইসলাম খোকন,

মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংকৃতিক দম্পতি দেলওয়ার মানিক ও সেলিনা মানিকের ষোড়শী তনয়া সামান্তা মানিকের 'সুইট সিক্সটিন' দিবস জাঁকজমকপূর্ণভাবে গত রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, নিউইয়র্কের সাউথ জ্যামাইকায় তাদের বাসার পেছনের বিশাল বেকইয়ার্ডে পালিত হয়।খবর আইবিএননিউজ ।

 


জন্মদিনের এই অনুষ্ঠানে দুই শতাধিক অতিথি অংশ নেন, সাথে অংশ নেন সামন্তা মানিকের সহপাঠীদের অনেকেই।

 

অতিথিদের মাঝে ছিলেন কুইনস সিভিল কোর্ট জজ একমাত্র বাংলাদেশী সুমা সাঈদ, বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আইবিএন নিউজ এর সম্পাদক আয়েশা  আক্তার রুবি, বাংলাভিশন টিভি নর্থ আমেরিকা সাংবাদিক আহমেদ সোহেল, মুলধারার রাজনীতিক মিজান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল হক ও স্ত্রী মিসেস হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মিসেস আজাদ, জাকির হোসেন হাওলাদার,আজাদ, মোশাররফ হোসেন সবুজ প্রমুখসহ প্রবাসী বাংলাদেশি ও মুলধারার কমিউনিটির নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানটি স্থানীয় সময় বিকাল ৩ টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত চলে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন