বিএটিসি"র বিনিয়োগ বোর্ডের চেয়ারম‍্যান আশিক চৌধুরীর সাথে মতবিনিময়

gbn

হাকিকুল ইসলাম খোকন,

বাংলাদেশী আমেরিকান টেক কলিশন ( বিএটিসি) এর  পক্ষ থেকে জাতিসংঘে সফররত  বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়  গত ২৫ সেপ্টেম্বর,নিউইয়র্কের ম‍্যানহাটনের ঐতিহ্যবাহী হায়াত হোটেল সুইটে সন্ধ্যায় ।বিএচিসির  ফাউন্ডিং চেয়ারম্যান মিজান চৌধুরীর এবং ফাউন্ডিং সেক্রেটারি আহমেদ সোহেলের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন । এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএটিসির উপদেষ্টা রফিকুল ইসলাম ,দেলওয়ার মানিক,কাউসার আহমেদ ,জুবায়ের হোসেন, মোহাম্মদ জাসির , মোঃ আনিস,  ফরিদ মাহমুদ , নুরুল ইসলাম , জিয়াউল আহসান , আসিফ পাবন , আনিসা সহ আরো অনেকে । বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় বিএটিসির নেতৃবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে এবং আইটি সেক্টরের বিভিন্ন খাতে দেশের এবং প্রবাসের সাথে সংযোগ স্থাপন করার জন্য পরামর্শ দেন । বিএটিসির পক্ষ থেকে বিএটিসির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বিডার চেয়ারম্যানকে এ সময় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করা আউটসোর্সিং এবং আইটি সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কাজ শুরু করার পরামর্শ দেন ।

বৈঠকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত ও আউটসোর্সিং শিল্পে দেশের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বিনিয়োগ খাতে আরও নিবিড় যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “বাংলাদেশের আইটি সেক্টরকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে হলে প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে যৌথভাবে কাজ করার সুযোগ অসীম।”
অন্যদিকে বিএটিসির প্রেসিডেন্ট ও সেক্রেটারি আশ্বাস দেন, তারা বিনিয়োগের প্রসার ঘটাতে এবং আইটি সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসী কমিউনিটির সক্রিয় ভূমিকা রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশ–বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন