যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন এমন এক ভারতীয় যুবকের বিরুদ্ধে অপর এক ভারতীয় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন, হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২৯ বছর বয়সী ওই অভিযুক্তের বাড়ি মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকায়, আর ভুক্তভোগী নারী মাহিমের বাসিন্দা। অভিযুক্তের বাবা একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুনের মধ্যে মুম্বাইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল হোটেল ও যুক্তরাষ্ট্রে ঘটেছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী সম্প্রতি বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
এফআইআরে বলা হয়েছে, অভিযুক্ত ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনে পিএইচডি করছেন এবং বিয়ের প্রস্তাবের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন। কয়েকবার দেখা করার পর অভিযুক্ত তাকে বান্দ্রার এক হোটেলে ‘জীবনের গুরুত্বপূর্ণ বিষয়’ আলোচনা করার কথা বলে রুম বুক করতে বলেন। সেখানে গিয়ে তিনি যৌন নির্যাতন চালান।
পরে যুক্তরাষ্ট্রে থাকাকালীনও অভিযুক্ত ভুক্তভোগীর ওপর অপব্যবহার ও নির্যাতন চালান।
ভুক্তভোগী জানান, তিনি অভিযুক্তকে অন্য নারীদের সঙ্গে বিয়ের প্রসঙ্গে চ্যাট করতে দেখে আপত্তি তুললে, অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে মারধর, অশ্রাব্য গালাগাল ও হুমকি দেন। তিনি বলেন, অভিযুক্ত হুমকি দেন, তিনি তার নগ্ন ছবি প্রকাশ করবেন ও তাকে আগুনে পুড়িয়ে মারবেন।
এরপর ভুক্তভোগী বিষয়টি মায়ের সঙ্গে শেয়ার করে সাহস সঞ্চয় করে পুলিশের কাছে অভিযোগ জানান।
অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলাটি বর্তমানে বান্দ্রা থানার তত্ত্বাবধানে রয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন