হুসনা খান হাসি॥
আমি অভিশাপ দিই না।
কারণ জানি, ক্ষমার মধ্যেই থাকে হৃদয়ের আরাম।
ভুলে যাই না কখনো, বরং বুঝতে চাই
যারা আঘাত করে, তাদের ভেতরেও থাকে ভাঙাচোরা ক্লান্তি।
তবুও, চুপিচুপি একটুখানি প্রার্থনা করি,
যারা কোনোদিন নিঃশব্দে বিশ্বাস ভেঙেছে,
যারা ভালোবাসার কাছে এসেও ফিরে গেছে নিঃস্পৃহ পায়ে,
তারা যেন পরের জন্মে তুলো হয়ে জন্মায়।
কোমল, নির্ভার,
আকাশের এক ফালি বাতাসে ভেসে বেড়ানো তাদের নিয়তি হোক।
জীবনের প্রতিটি ধাক্কায় ছড়িয়ে যাক তারা,
তখন তারা বুঝবে, হালকাভাবে নেওয়া ভালোবাসাও
কখনো কাঁটার মতো বিঁধে যায় নিজেরই নরম শরীরে।
আমি চাই না তারা কষ্ট পাক,
শুধু চাই তারা অনুভব করুক,
ভালোবাসা কতটা পবিত্র, কতটা নরম,
আর সেই কোমলতার অপমান কিভাবে ফিরে আসে আমাদেরই ভেতরে।
এই নিঃশব্দ প্রার্থনা, এই নীরব আহ্বান
তারা হয়তো একদিন বুঝবে,
ভালোবাসাকে অবহেলা করলে
এক সময় হাওয়ার দিকও পাল্টে যায়

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন