নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
মৌলভীবাজারের বড়লেখায় শিশু খাদ্যের প্যাকেটে পোকা পাওয়া ও উৎপাদন-সংরক্ষণে বিভিন্ন অনিয়মের অভিযোগে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউরিয়া ফুড প্রোডাক্ট লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
আদালত সূত্র জানায়, বড়লেখা পৌরশহরের পিউরিয়া ফুড প্রোডাক্ট থেকে এক গ্রাহক সম্প্রতি শিশু খাদ্য কিনে প্যাকেটের ভেতরে পোকা দেখতে পান। পরে তিনি এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া রোববার বিকেলে পিউরিয়া ফুড প্রোডাক্টে অভিযান চালান। এ সময় শিশুখাদ্যের প্যাকেটের ভেতরে পোকা, উৎপাদন-সংরক্ষণে অবহেলা, মান নিয়ন্ত্রণে ঘাটতি এবং ভোক্তার স্বাস্থ্যের প্রতি উদাসীনতার প্রমাণ পান। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া রাতে বলেন, এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে পিউরিয়াতে অভিযান পরিচালনা করা হয়। শিশুখাদ্যে পোকা পাওয়া ও সেবা প্রদানে অবহেলার প্রমাণ মেলায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন