কুলাউড়া প্রতিনিধি //
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস বলেছেন, ইসলামী আন্দোলনের প্রতি সারাদেশেই ব্যাপক সাড়া পড়েছে।
আগামী নির্বাচনে আপনারা হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাকে কুলাউড়ার খাদেম হিসেবে কাজ করার সুযোগ দেবেন।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মুগনী, হাফেজ মাওলানা সুলাইমান আহমেদ, সহসভাপতি ডা. ইবাদুর রহমান, জেলা শ্রমিক আন্দোলনের সহসভাপতি আকমল আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাশেষে মাওলানা ফখরুল ইসলামকে আহবায়ক, হাফেজ মতিউর রহমানকে যুগ্ম আহবায়ক, মাওলানা আতিকুর রহমানকে সমন্বয়ক এবং হাফেজ নাসির উদ্দিন মুন্নাকে যুগ্ম সমন্বয়ক করে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
পরে হাতপাখার প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুসকে সঙ্গে নিয়ে দলের নেতাকর্মীরা শহরে ব্যাপক গণসংযোগ করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন