আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত মৌলভীবাজারে

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার জেলা প্রশাসন এবং মৌলভীবাজার ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ এর আয়োজনে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপাপ্ত সিভিল সার্জন ডা: বর্নালী দাশ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম,সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, মৌলভীবাজার ও হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী

পরিচালক মো. কামরুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সহ প্রমুখ। এর আগে, সার্কিট হাউস প্রাঙ্গনে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিটি সমাজ ও দেশের জন্য একটি গুরুতর সমস্যা।সর্বস্তরে সামাজিক সচেতনতা বাড়লেই দুর্নীতি কমানো সম্ভব।সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন