কেন বন্ধ হচ্ছে ডিভি লটারি?

gbn

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি একজন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর আমেরিকার ‘ডাইভারসিটি ভিসা লটারি’ (Diversity Visa Lottery) বা ডিভি লটারি বন্ধ করার পক্ষে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপটি কোনোভাবেই বর্ণবাদ নয়, বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশ।

কেন বন্ধ হচ্ছে ডাইভার্সিটি ভিসা লটারি?

বর্ণবাদ নয়, জাতীয় নিরাপত্তাই অগ্রাধিকার: রিপাবলিকান সিনেটর স্পষ্ট করে বলেছেন যে, ভিসা লটারি বন্ধের পদক্ষেপটি কোনো নির্দিষ্ট জাতি বা বর্ণের বিরুদ্ধে নয়। তার মতে, লটারির মাধ্যমে যখন কাউকে অভিবাসন সুবিধা দেওয়া হয়, তখন সেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড এবং নিরাপত্তা ঝুঁকি যাচাই করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। তাই দেশের সীমানা সুরক্ষিত করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই লটারি পদ্ধতি বন্ধ করা জরুরি।

 

 

মেধাভিত্তিক অভিবাসনের ওপর জোর: রিপাবলিকানদের দীর্ঘদিনের দাবি হলো, লটারির মাধ্যমে দৈবচয়ন পদ্ধতিতে নাগরিকত্ব না দিয়ে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে অভিবাসী নেওয়া হোক। এতে আমেরিকার অর্থনীতিতে অবদান রাখতে পারবেন এমন দক্ষ জনশক্তি দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

ডিইআই (DEI) নীতির বিরোধিতা: আমেরিকার অভিবাসন নীতিতে বর্তমানে Diversity, Equity, and Inclusion (DEI) বা ‘বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি’র যে ধারণা কাজ করছে, রিপাবলিকানরা তার বিরোধিতা করছেন। তাদের মতে, কেবল বৈচিত্র্য বজায় রাখার জন্য নিরাপত্তা এবং যোগ্যতার সাথে আপস করা উচিত নয়।

মার্কিন ভিসা লটারি বন্ধ হলে প্রভাব কী হতে পারে?

যদি আমেরিকার কংগ্রেস বা সরকার এই লটারি পদ্ধতি বাতিল করে, তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মানুষের জন্য লটারির মাধ্যমে আমেরিকায় যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এর ফলে, মেধা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ভিসা পাওয়ার প্রতিযোগিতা বাড়বে। আইনি অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর হতে পারে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যাকগ্রাউন্ড চেক বা স্ক্রিনিং ব্যবস্থা আরও উন্নত করা হবে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন