নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

gbn

নবীগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জ থানার একদল পুলিশ অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইনের মামলায়
এক আওয়ামী লীগের নুরুলকে গ্রেফতার করেছে পুলিশ। 
পুলিশ সূত্রে জানাযায়, গতকাল (২১ ডিসেম্বর) রবিবার রাত অনুমান ১ টার দিকে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হোসেনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত গত (১৯ ফেব্রুয়ারী) স্পেশাল মামলা নং ১৫, এর তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে প্রাথমিক ভাবে প্রমান পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় জড়িত থাকার প্রমান তদন্তে পাওয়া যায়। নবীগঞ্জ থানার মামলা নং- ১৫, ধারা- The Special Power Act 1974 এর 15(1)(a)/15(3)/25D এর তদন্তে সন্দিগ্ধ আসামী  নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত ফঠিক মিয়ার পুত্র নুরুল হোসেন।
নুরুল হোসেন এর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, সে সরকারী জায়গা বিক্রয় করে গ্রামে পতিতা বৃত্তি সহ নানান অনিয়নের কারণে গ্রামের সাধারণ মানুষ তার কাছে অসহায় ছিল। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলেই তার ভাতিজা জুয়েলকে নিয়েই হামলা মামলা করে আসছি। নুরুল হোসেন গ্রেফতারের খবরে ঐ এলাকায় লোকজনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোনায়েম মিয়া (বিপি) এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ উপজেলা বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট টু এর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোনায়েম মিয়া (বিপি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা নির্দেশ দেন। পরে তাকে জেল খানায় পাঠানো হয়। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন